![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
The weak can never forgive. Forgiveness is the attribute of the strong-Mahatma Gandhi
--------------------------------------------------------------
সামহোয়্যার ইন ব্লগ নেট কর্তৃক
*******************আমি প্রথম পাতায় ব্যান্ড****************
***************আমি কারো পোস্টে কমেন্ট করতে ব্যান্ড*********
------------------------------------------------------------------------------
শুধুমাত্র সংসদ ভবন থেকে সাংসদদের গ্রেফতার স্পীকারের অনুমতি ছাড়া করা যাবে না - এটি ছিল শুধু সাংসদদের বেলায় ! ! এ সুযোগের ব্যাপ্তি ঘটল আমলাদের বেলায় ! যে কোন স্থান থেকেই তাদের গ্রেফতার সরকার বা নিয়োগকৃতের অনুমতি ছাড়া -করা যাবে না
বিনা অনুমতিতে ছাত্রদের গ্রেফতার করা যাবে ,সাংবাদিককে করা যাবে ,আদালতের অনুমতি ছাড়া আইনজীবিদের করা যাবে মালিকের অনুমতি ছাড়া শ্রমিককে করা যাবে , দেশের জন গোষঠির সব শ্রেণীর মানুষকে করা যাবে , শুধু গ্রেফতার করা যাবে না এ দেশেরই দুই শ্রেনীর মানুষকে ! সাংসদদের (সীমিত ভাবে ) ও আমলাদের ( সীমাহীনভাবে ) ! ২০০৫ সাল থেকেই আমলারা এ সুবিধাটি নেয়ার চেষটা করে আসছিল ! ! শেষ মেষ সফল হল হাসিনার তৃতীয় মেয়াদে -
হাসিনা সরকার দুই শক্তির কাছে বন্দি ! দেশি কায়েমি গোষঠির কাছে বন্দি আর ভারতের কাছে বন্দি ! ভারত হাসিনাকে জনবিচ্ছিন্ন করেছে তার স্বার্থে - ! জনগনের কাছে আশ্রয় নেয়ার পথ বনধ করে দিলে হাসিনা বাধ্য হয়েই ভারতের কাছে আসবে - এটা ভারত জানে !
একটা দেশের কায়েমি গােষঠি সব সময় চায় একটা জনবিচ্ছিন্ন সরকার ক্ষমতায় থাকুক । ক্ষমতা হারানোর ভয়ে ভীত সরকার কায়েমি গােষঠির কাছে স হ জেই চলে আসে ডাকতে হয় না - ব্যাংক লুটেরাদের বিরুদধে
শক্ত ভুমিকা না নেয়া , আমলাদের মোবাইল কিনতেও অর্থ বরাদদ ব্যাংক লুটের টাকা জনগনের টাকা দিয়ে পুরন কায়েমি গোষঠির কাছে সরকারের আত্মসমর্পণের উদাহারন !
বাপের নৈতিকতা না থাকলে অনৈতিক সন্তানরা সহজেই বাপকে কবজা করে ! সরকারের গণভিত্তি না থাকলে কায়েমি গোষঠি সহজেই সরকারকে কবজা কতে পারে - এটা কায়েমি গােষঠিরা ভাল করেই জানে -
পাদটিকা:
রাজাকার ফাসী একাত্তরের চেতনা নয় ! একাত্তরের জীঘাংসা ! বৈষম্যহীন সমাজ প্রতিষঠা ছিল একাত্তরের চেতনা !
স্বাধীনতার ৪৭ বছর পর সে চেতনা থেকে সরে গিয়ে দেশটির পরতে পরতে সৃষটি হয়েছে বৈষম্য !
- দুনিয়ার সব গণবিস্ফোরণ ঘটেছে এই বৈষম্যের কারনেই -
©somewhere in net ltd.
১|
২৯ শে আগস্ট, ২০১৮ রাত ৯:০৭
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: @শুধুমাত্র সংসদ ভবন থেকে সাংসদদের গ্রেফতার স্পীকারের অনুমতি ছাড়া করা যাবে না।

..এটা ঠিক আছে।
@যে কোন স্থান থেকেই তাদের(আমলা) গ্রেফতার সরকার বা নিয়োগকৃতের অনুমতি ছাড়া -করা যাবে না
.. এটাতে আংশিক গলদ আছে।
@ বিনা অনুমতিতে ছাত্রদের গ্রেফতার করা যাবে
..ক্যাম্পাসের হলে পুলিশ তো ভিসি আর প্রভোস্টের অনুমতি লাগতো!!!
পুনশ্চঃ
আমাদের নেতারা আর আমলারা সবচেয়ে বড় ক্রিমিনাল।