নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিডিহাসনাত

আমি একজন নিয়মিত ব্লগার

ব্যারিষ্টার হাসনাত তালুকদার

ব্যারিষ্টার হাসনাত তালুকদার › বিস্তারিত পোস্টঃ

প্রিয় স্বদেশ আমার

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩৪



হাসনাত

------------



তোমায় ভালবাসি

আমার প্রিয়ার মত-

তার কালো টানা টানা চোখ

লম্বা দীঘল চুল

যেমনটা আমার কোমল হৃদয়ে

উষ্ঞতা জাগায়-

গোলাপের পাঁপড়ির মতো

রাঙা ঠোঁটের

একটু ছোঁয়া এবং আলিঙ্গনে

শিহরন জাগায়-

তুমিও তেমনি শিহরিত কর

আমার মন প্রাণ-

যখনই মনে পড়ে

তোমায়-

ভুলে যাই আমায়,

ভুলে যাই প্রিয়ার উষ্ঞ আলিঙ্গন

আমার চেতনায় শুধুই তুমি-

কতটুকু ভালোবাসি-

সে এক অজানা বিস্ময়!

আমার মায়ের মুখের ডাক

খোকা তুই কী আমায়

ভুলে গেছিস?

এমন শীতল স্নেহ মাখা

পরশ মায়ের কণ্ঠ

থেকেই বেড়িয়ে আসে----

আমার প্রিয়া কিংবা

গর্ভধাত্রী মা-

তুমি তার চেয়েও বেশি!

মায়ের দুধে মিটেছে ক্ষিধে আর

স্নেহের পরশে ভরে প্রাণ,

তোমার নদীর জলে জুড়ায় গরম দেহ

তোমার,শ্যামল হাসি যে অম্লান।

তোমার বুকে ধরা শস্য

ধান,গম আর শবজীর জোরে

আমার অপুষ্টি হয়েছে দূর

ওসব খেয়ে আর মায়ের আদরে।

তোমার বুকে ধরেছ মা অনেক জ্ঞানী,গুনী

আর কত ধনবান,

আমি অতিক্ষুদ্র গুল্ম লতার মত

জ্ঞান হীন,গুন হীন,শ্যাওলা,

তোমারই জলে ভাসমান।

আমি বল হীন,প্রজ্ঞা হীন

নাই কোন আধুনিক জ্ঞান,

তোমার বুকের পরে খেলা করে,

উঠেছি বেড়ে,

পেয়েছি মা চাষী আর মজুরের মান।

তবে মা বিশ্বাস রেখ,

তোমার বুকে হলে ঘাতক আগ্রাসন,

জ্ঞানী আর ধনীরা যদিও পালাবে আগে,

আমি দিতে রাজী আছি জান।

ও সব জ্ঞানীদের,ও সব ধনীদের

তুমি ছাড়া আছে কত ঠাই,

ছুট বড় যাই হও,আমাকে ধরিতে বুকে

তুমি ছাড়া আর কেহ নাই।

তাই মাগো লুটেরা রা,তোমারে লুটের করি

প্রবাসে গড়ে সম্ভার,

আমারে ধুকায় রেখে নিয়ে যায় সব কিছু,

বিধাতা না দেখে অবিচার।

ওদের আচরনে কষ্ট পেয় না মা

ওরা পালায় পালাক,তোমার বিপদের দিন,

কৃষক,শ্রমিক,মজুর আমি থাকব তোমার পাশে,

বুকের রক্তে মিটাব তোমার ঋণ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.