নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজা

রাজা

রাজামশাই

আমি রাজা

রাজামশাই › বিস্তারিত পোস্টঃ

ফুলের নাম - এলাচ

১২ ই অক্টোবর, ২০০৮ সকাল ১১:৫০



বাংলায় নাম - এলাচ



অন্যান্য স্থানীয় নাম- এলাচি, Cardamom, Malabar cardamom, Ceylon cardamom



বৈজ্ঞানিক নামঃ Elettaria cardamomum পরিবারঃ Zingiberaceae (Ginger family)



বৈজ্ঞানিক শ্রেনী বিন্যাস এইভাবে -

Scientific classification

Kingdom: Plantae

(unranked): Angiosperms

(unranked): Monocots

(unranked): Commelinids

Order: Zingiberales

Family: Zingiberaceae

Genus: Elettaria Maton

Species: E. cardamomum

Binomial name :Elettaria cardamomum (L.) Maton





















মন্তব্য ৩৫ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ১২ ই অক্টোবর, ২০০৮ সকাল ১১:৫২

সিটিজি৪বিডি বলেছেন: salam dadamoshai. alachi deya tea kub valo lage.

১২ ই অক্টোবর, ২০০৮ সকাল ১১:৫৫

রাজামশাই বলেছেন: আরাম কইরা খাইয়া যাও।

২| ১২ ই অক্টোবর, ২০০৮ সকাল ১১:৫৪

আইরিন সুলতানা বলেছেন: অয়োময় নাটক মনে পড়ে গেল ...:)

"এলাচি বেগম, লবঙ্গ...সব গরম মশল্লার নামে নাম!"

১২ ই অক্টোবর, ২০০৮ সকাল ১১:৫৫

রাজামশাই বলেছেন: কোন গান মনে নাই ।

৩| ১২ ই অক্টোবর, ২০০৮ সকাল ১১:৫৭

মিলটন বলেছেন: এটার গাছ প্রথম দেখলাম। এটা কোথায় বেশী হয়?

১২ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১২:০০

রাজামশাই বলেছেন: Elettaria is a genus of one or two species of cardamoms, native to southeastern Asia from India south to Sri Lanka and east to Malaysia and western Indonesia, where it grows in tropical rainforests.




৪| ১২ ই অক্টোবর, ২০০৮ সকাল ১১:৫৮

তানজু রাহমান বলেছেন: ধারনা ছিলনা! ধন্যবাদ।

১২ ই অক্টোবর, ২০০৮ সকাল ১১:৫৯

রাজামশাই বলেছেন: ধন্যবাদ গ্রহন করলাম ।

৫| ১২ ই অক্টোবর, ২০০৮ সকাল ১১:৫৮

বেরসিক বলেছেন: রাজামশাই কি বোটানীর স্টুডেন্ট ছিলেন নাকি ?

১২ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১২:০০

রাজামশাই বলেছেন: ওরে না রে ..

৬| ১২ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১২:০০

রিক্তা বলেছেন: এলাচি গাছ দেখতে অনেকটা হলুদ গাছ/ফইল্যা গাছের মতো। এলাচি
আমার খুব অপছন্দের একটা গরম মশল্লা।

১২ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১২:০২

রাজামশাই বলেছেন: হাচা কতা তয় এলাচ গাছ একটু বড় হলুদ গাছ থাইক্যা

৭| ১২ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১২:০৪

লিপিকার বলেছেন: চমৎকার......

১২ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১২:১০

রাজামশাই বলেছেন: মারহাবা

৮| ১২ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১২:০৮

ইউনুস খান বলেছেন: এলাচি পছন্দের।

১২ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১২:১১

রাজামশাই বলেছেন: তয় খাবারের সময় যদি এলাচ কামড়ের মধ্যে পড়ে তাইলে আমার মেজাজ বিলা হইয়া যায়।

৯| ১২ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১২:২১

শ্রাবনসন্ধ্যা বলেছেন: এলাচি ফুল দেখি সুন্দর!

রাজামশাই মেজাজ বিলা হইলে কেমনে হবে।

১২ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১২:২৮

রাজামশাই বলেছেন: ফুল টা সুন্দর । :)

১০| ১২ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১২:২২

আইরিন সুলতানা বলেছেন: গান মনে পড়তেসে না কোন !!!!! মাথা ফাঁকা !!!!!!! :(

প্রথম ফুলটা এলাচি'র ? অনেক দারুণ...টবে লাগানোর মত...

১২ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১২:২৯

রাজামশাই বলেছেন: হুম লাগানো যায়

১১| ১২ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১২:২৬

চাচামিঞা বলেছেন: অয়োময় নাটক মনে পড়ে গেল ...

"এলাচি বেগম, লবঙ্গ...সব গরম মশল্লার নামে নাম!"

১২ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১২:৩০

রাজামশাই বলেছেন: হুমম

১২| ১২ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১:৫৮

অক্ষর বলেছেন: এলাচ এইরকম কেন দেখতে?

১২ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:০৭

রাজামশাই বলেছেন: কইতে পারি না।

১৩| ১২ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:১০

রাত বলেছেন: ফল প্রথমবার দেখলাম, ধন্যবাদ রাজামশাই।

১২ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:১৮

রাজামশাই বলেছেন: ধন্যবাদ গ্রহণ করলাম।

১৪| ১৩ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:২০

ফ্রুলিংক্স বলেছেন: আমাদের গ্রামের বাড়িতে শখ করে লাগানো হয়েছিলো। শুধু ফুল ফুটতো। পরে জঙ্গলের মতো হয়ে যাওয়ায় সব কেটে সাবাড়।

১৩ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৩৭

রাজামশাই বলেছেন: তাই - মনে হয় বন্য প্রজাতি লাগানো হয়েছে

১৫| ১৩ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৪৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জীবনের প্রথম এলাচির গাছ এবং ফুল দেখলাম। রাজামশাইকে অনেক অনেক ধন্যবাদ।

১৪ ই অক্টোবর, ২০০৮ রাত ২:১৬

রাজামশাই বলেছেন: ধন্যবাদ গ্রহন করালাম

১৬| ১৬ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:৩১

নীল লাল সবুজ বলেছেন: রাজামশাই ডুমুরের ফুল কবে পোষ্ট দিবেন?

১৬ ই অক্টোবর, ২০০৮ রাত ৮:৫৫

রাজামশাই বলেছেন: দিমু

১৭| ১৯ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৫:২২

অন্যসকাল বলেছেন: কি যে সুন্দর এলাচ!

২২ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৫:৩৯

রাজামশাই বলেছেন: হ

১৮| ২৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২৫

রাষ্ট্রপ্রধান বলেছেন: gas koi pamu chara Sir !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.