![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টেস্ট- ২, ওয়ান ডে - ৫, টি ২০ - ১
সাম্ভাব্য টিমের তালিকা : (আপনি কাকে কাকে রাখতে চান। কেন? যুক্তিসহ।
আম্পায়ার = আমাদের প্রিয় রাস্ট্রপতি (উনি সবার পছন্দের, নিরপেক্ষ হবেন আশা রাখি)
আমার পছন্দের টিম :
অ/ব্যা = অলরাউন্ডার/ব্যাটিং, বো= বোলার, উই =উইকেট কিপার
আওয়ামী লীগ :
হাসিনা আপা (দলপতি), নাসিম (অ/ব্যা), তোফায়েল (অ/ব্যা), মতিয়া (অ/ব্যা), ওবায়দুল (অ/ব্যা), ইনু (অ/ব্যা), নাহিদ (অ/ব্যা), রুহুল হক (বো), একে খোন্দকার (বো), ইন্জি মোশারফ (বো), জিএম কাদের (উই)।
স্ট্যান্ডবাই - মুহিত (বো), শাফিক (বো)
বিএনপি:
খালেদা আপা (দলপতি), মির্জা আলামগীর (অ/ব্যা), মঈন খান (অ/ব্যা), আমান (অ/ব্যা), কায়কোবাদ (অ/ব্যা), হাফিজউদ্দিন (অ/ব্যা), ওসমান ফারুক (অ/ব্যা), এম কে আনোয়ার (বো), খাইরুল কবীর (বো), খোকা (বো), মোর্শেদ খান (উই) ।
স্ট্যান্ডবাই - সেলিমা রহমান (বো), বুলু (বো)
বি:দ্র: ফিক্সিংয়ে যারা বেশী জড়িত তাদের নির্বাচিত না করার চেষ্টা করেছি ।
০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৩৪
অন্য কথা বলেছেন: ভাই, এবার দেখেন । দলের নামসহ দিলাম ।
২| ০৫ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:১৩
সরকার পায়েল বলেছেন: ডাংগুলি বেটার । কারণ কোন দলেই ভদ্র খেলার ভদ্র মাল নাই ।
৩| ০৫ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অসাধারণ একটা প্রস্তাব। নামগুলো আপনই বরং সাজেস্ট করুন, আমরা তাতে একমত বা যোগ/বিয়োগ করি
০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৩২
অন্য কথা বলেছেন: ভাই, এবার দেখেন । দলের নামসহ দিলাম ।
৪| ০৫ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২১
অপরাজিত একজন বলেছেন: লাগান সিনেমার কথা মনে পড়ে গেল। আমি আপনার প্রস্তাবের প্রতি আন্তরিক সমর্থন জনাচ্ছি।
০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৩৪
অন্য কথা বলেছেন: ভাই, এবার দেখেন । দলের নামসহ দিলাম ।
৫| ০৫ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৪
বিডি আমিনুর বলেছেন: হুম রাজি আছি কিন্তু আম্পায়ার হাসিনা আপুরে দিতে হবে
০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৩৪
অন্য কথা বলেছেন: ভাই, এবার দেখেন । দলের নামসহ দিলাম ।
৬| ০৫ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩১
সুমন কর বলেছেন: গুড প্রস্তাব........
০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৩৫
অন্য কথা বলেছেন: ভাই, এবার দেখেন । দলের নামসহ দিলাম ।
৭| ০৫ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯
হু বলেছেন: আম্পায়ার কে থাকবে? এটা নিয়ে আবার মারামারি শুরু হবে।
০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৩৫
অন্য কথা বলেছেন: ভাই, এবার দেখেন । দলের নামসহ দিলাম ।
৮| ০৫ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৩
দুরন্ত-পথিক বলেছেন: ইস এটা যদি হত , তাহলে বাংলাদেশের মানুষ রা সেইদিন সব চেয়ে বেশি আনন্দ পেত । হত প্রীতি ম্যাচ ।
০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৩৬
অন্য কথা বলেছেন: ভাই, এবার দেখেন ।
৯| ০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৪৭
দেওয়ান-এ-রাসুল বলেছেন: হোক
১০| ০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:০৬
বিভিআইটি বলেছেন: ভালো কথা।
ভারত-আমেরিকার এত তোর-জোরের কী হবে!
১১| ০৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:৪৪
অন্য কথা বলেছেন: বিভিআইটি ভাই, ম্যাচ ফিক্সিং করার জন্য জুয়াড়িরা তো থাকবেই । আমাদের খেলোয়াড়রা পাত্তা না দিলেই হয় ।
©somewhere in net ltd.
১|
০৫ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৮
বাঁধলেই বাঁধন বলেছেন: আম্পায়ার কারে নির্বাচন করবেন ?