নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্য কথা

আমি কিছু না

অন্য কথা › বিস্তারিত পোস্টঃ

সর্ম্পকের নীল কাগজটার (কাবিন নামা) আসলে মূল্য কত?

০৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৪৩

ধরি,



২৫ বছর ধরে পড়ে ফেলা খবরের কাগজের মূল্য কত হতে পারে?



কেনা বাবত খরচ :

১ টি খবরের কাগজের মূল্য ১০ টাকা। ৩১ দিনে = ৩১০ টাকা ১২ মাসে = ৩৭২০ টাকা , ২৫ বছরে = ৯৩০০০ টাকা ~ ১ লাখ টাকা ।



বিক্রয় বাবত আয় =

১০ দিনের কাগজে ১ কেজি হলে, ১ মাসে ৩ কেজি। ১২ মাসে ১২*৩ = ৩৬ কেজি * ২৫ বছরে = ৯০০ কেজি কাগজ ৪ টাকা দরে = ৩৬০০ টাকা ।



এখন,



সর্ম্পকের নীল কাগজটার মূল্য ?



কেনা বাবত খরচ :

গায়ে হলুদের খরচ + বিয়ে + বৌভাত + মোহরানা ও অন্যান্য বাবত = ধরি ১৫ লাখ টাকা ।



বিক্রয় বাবত আয় =

মূল্যহীন - যেখানে ভালোবাসা আর বিশ্বাস নেই সেখানে ঐ নীল কাগজটার দাম !!!!!। ১ টি খবরের কাগজের মূল্যের সমানও না (১০ টাকা) !!!!!!!



যদি ভালোবাসা আর বিশ্বাসে কাটান ঐ ২৫ টি বছর সর্ম্পকের নীল কাগজটার মূল্য : বলুন তো কত হতে পারে ?



তাই জীবনসন্গীকে ভালোবাসুন সর্ম্পকের নীল কাগজটাকে অমূল্য করে তুলুন । দেখবেন আপনার জীবনও অমূল্য হয়ে গেছে । আশা করি সবাই ভালো থাকবেন।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫৪

আমি ভাল মানুষ বলেছেন: অস্থির লিখছেন ভাই

২| ১২ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫১

অন্য কথা বলেছেন: ধন্যবাদ ভাল মানুষ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.