নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশ্বাসী বান্দা

পরাজয় মানে না যে মন !

মোঃ মহিউদ্দিন

সত্য সন্ধানী এক পথিক, সর্বদা সত্যকেই খুঁজে ফিরি

মোঃ মহিউদ্দিন › বিস্তারিত পোস্টঃ

প্রিয় দেশবাসী,

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১২

প্রিয় দেশবাসী

পৃথিবীতে আমরা শুধুই পেতে চাই । পার্থিব সব প্রাপ্তির পরও কোথায় যেন একটা ফাঁক থেকে যায়, থেকে যায় শুন্যতা। অন্তরতম সত্তা এমন কাউকে খুঁজে বেড়ায় যার কাছে সে সমর্পিত হতে চায়- সমর্পিত হয়ে পরম তৃপ্তি পেতে চায়। মানুষ হিসেবে আপনি আমি বা আমরা পৃথিবীতে এসেছি কিছুদিন থাকবো, তারপর আবার পৃথিবী ছেড়ে চলে যাবো । আমাদের পূর্ব পুরুষেরাও এসেছিলেন, তারাও চলে গেছেন। আমাদের উত্তরসূরিরা আসবে তারাও চলে যাবে। কোত্থেকে এসেছেন, কোথায় চলে যাবেন তা কেউ জানেন না। এই না জানা থেকেই সৃষ্টি হয় শুন্যতা। জীবনের এই শুন্যতাই দুর করেছে ধর্ম । ধর্ম বলে তুমি এসেছো স্রষ্টার কাছ থেকে । কিছুকাল পৃথিবীতে থাকবে । তারপর আবার তাঁর কাছেই ফিরে যাবে। পৃথিবী হচ্ছে কর্মস্থল । যেমন কাজ করবে তার কর্মফল তুমি পাবে । আসলে সকল ধর্ম একই শিক্ষা দিয়ে থাকে । সকল ধর্ম একই উৎস থেকে উৎসারিত । ধর্মের মূল শিক্ষা হচ্ছে এক স্রষ্টার উপাসনা কর, সবার সাথে সদাচরণ কর আর সৃষ্টির সেবা কর । তাহলেই তুমি পরিত্রাণ পাবে ।



প্রিয় দেশবাসী

একটা সমাজে ঝামেলা পাকানোর সহজ পথ হলো ধর্মীয় অনুভুতিতে আঘাত করে কথা বলা । ধর্মীয় অনুভুতিতে আঘাতের অভিযোগে যত লোককে মিছিল, মিটিং, সমাবেশ আর জ্বালাও পোড়াও করতে দেখা গেছে, মসজিদ কিংবা মন্দিরে তার শতাংশ পরিমান লোকও কোন দেশেই পাওয়া যায় না । ধর্ম সম্পর্কে সমালোচনা সহ্য করা যায় না, কিন্তু নিজে পালন করার বেলায় নাই। পৃথিবীতে ধর্ম নিয়ে হানাহানিতে যে পরিমান লোক খুন হয়েছে অন্য কোন ব্যাপারে এত লোক খুন হয় নি।



প্রিয় দেশবাসী

আজ আমাদের দেশে কিছু লোক এক মহান উদ্দেশ্য সাধন করার লক্ষ্যে শাহবাগ চত্বরে জমায়েত হয়েছে। এখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সকল ধর্ম, মত ও আদর্শের মানুষ আছে । কেবলমাত্র গণহত্যাকারী, খুনি, ধর্ষক, যুদ্ধাপরাধী ও তাদের দোসররা ছাড়া দেশের সর্বস্তরের মানুষ আজ মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ । সেই উদ্দেশ্যকে ব্যর্থ করার চক্রান্তে কিছুলোক মিথ্যা বানোয়াট তথ্য প্রচার করা শুরু করেছে।



প্রিয় দেশবাসী

এদেশ বাংলাদেশ, এখানে ধর্মীয় সহানুভুতি, ধর্মীয় সহাবস্থান অত্যন্ত চমৎকার । এদেশের মাটিতে যার যার ধর্ম তার তার এবং যার যার কর্মও তার তার, তবে উৎসব হবে সবার। জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকলেই একত্রে আনন্দ উৎসবে সামিল হবো।



প্রিয় দেশবাসী

আসুন সকলে মিলে এক সাথে উচ্চারণ করি “ ধর্ম যার যার, দেশ আমাদের সবার ” , “ ধর্ম যার যার, দেশ আমাদের সবার ”, “ ধর্ম যার যার, দেশ আমাদের সবার ” “ ধর্ম যার যার, দেশ আমাদের সবার ” , “ ধর্ম যার যার, দেশ আমাদের সবার ”, “ ধর্ম যার যার, দেশ আমাদের সবার ” “ ধর্ম যার যার, দেশ আমাদের সবার ” , “ ধর্ম যার যার, দেশ আমাদের সবার ”, “ ধর্ম যার যার, দেশ আমাদের সবার ” “ ধর্ম যার যার, দেশ আমাদের সবার ” , “ ধর্ম যার যার, দেশ আমাদের সবার ”, “ ধর্ম যার যার, দেশ আমাদের সবার ”





.

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৮

অাবু জাফর বলেছেন: রাজনীতি/ইসলামী রাষ্ট্র/খেলাফত ব্যাতীত কোন ইসলাম হয় না !!!
নাস্তিকদের প্রতি ওপেন চ্যালেঞ্জ !!!
http://www.amarblog.com/boiragi/posts/152332
রাষ্ট্রশক্তি ছাড়া ইসলাম ইসলামই নয়
Click This Link
খিলাফত ও আমাদের অবস্থান
http://www.amarblog.com/iidob/posts/157258
মুসলিম দুনিয়ার মুশরেক নেতৃত্ব
Click This Link

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৩

মোঃ মহিউদ্দিন বলেছেন: পৃথিবীতে সর্বপ্রথম ধর্মীয় সহাবস্থান চুক্তি করেন নবীজি (স.)।

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪০

অসীম িবশ্বাস বলেছেন: লেখক কে বলছি, আপনি কি গরুর রচনা পড়ে পরীক্ষা দিতে বসতেন.......???? বিচার মানি তালগাছ আমার গোছের লেখা বাদ দেন। এ ধরনের লেখা লেখার আগে ভালভাবে পুরো বিষয়টি সম্পর্কে জানুন, বুঝুন, ভাবুন, বিবেক কে প্রশ্ন করুন................বিষয় টি উপলব্ধি করুন এবং লিখুন.............

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.