নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রহস্যে ঘেরা এ জগতের রহস্যময় মানুষের শেকড় সন্ধান

মহিউদ্দিন২৩

মহিউদ্দিন২৩ › বিস্তারিত পোস্টঃ

চল্লিশ বছর পরেও স্মৃতি অম্লান

১১ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৩

আমি খোলা জানলার পাশে দাঁড়িয়ে নীল সমুদ্রের দিকে তাকিয়েছিলাম।
তুমি পিয়ানোতে হাত রেখে Bach-এর Sheep May Safely Graze From Hunt প্লে করছিলে।
জানলা দিয়ে সহস্র মাইল পাড়ি দিয়ে আসা হাওয়ার তোড়ে তোমার চুল যেন পিয়ানোর তালে নড়ছিল।
বিশ্বাস কর, আই ফেল্ট লাইক হেভেন!
নাথিং ওয়াজ এভার গ্রেট টু মি আনটিল দেন।
খয়েরি রঙের ড্রেসে তোমাকে অপার্থিব সুন্দর লাগছিল।
ফুলদানীতে রাখা দুটো হলুদ গোলাপ কেন যে লাল হয়ে যায়নি সেদিন! তার জন্যে আমার আফসোসের শেষ নেই আজো।
তোমার অপূর্ব সুন্দর আঙুলের ছোঁয়ায় পিয়ানোর প্রতিটা বিট আমি আমার হৃদয়ে অনুভব করছিলাম।
তোমার হাসি লেগে থাকা মুখটা পরম পাওয়া ছিল আমার এ জীবনে।
.
দীর্ঘ চল্লিশ বছর যাবত প্রতি সোমবারে ঠিক একই সময়ে আমি জানলার পাশে গিয়ে দাঁড়াই।
সারা সপ্তাহ জুড়ে আমার প্রতীক্ষার দিন। আমার হলিডে।
খোলা হাওয়া এসে আমার কুঁচকে যাওয়া মুখে লাগতেই আমি যেন সেই দিনটিতে ফিরে যাই।
অজান্তেই আমার হৃদয়ে সেদিনের বিকেলের সমস্ত স্মৃতি জ্যান্ত হয়ে উঠে।
বুড়ো হয়ে গেছি বলে হ্যালুসিনেশন হচ্ছে, তা কিন্তু নয়।
.
আমি ফুলদানীতে দুটো হলুদ গোলাপই রাখি। আমার কাছে হলুদ গোলাপ লাল গোলাপের চেয়ে অনেক বেশি মূল্যবান। শুকনো ঝরে যাওয়া পাতার রঙ কিন্তু হলুদই হয়। কি অদ্ভুত মিল! তাইনা?
.
আমি চাইনা তোমার স্মৃতিতে বিন্দুমাত্র ফাটল ধরুক। সে কারণে ঠিক সেদিনের মত ঘরটা সবসময় পরিছন্ন রাখি। যা সেখানে ছিল, আজো তা সেখানেই আছে এবং থাকবে যতদিন না আমার হৃদ স্পন্দন থেমে যায়।
কেবল একটাই পরিবর্তন পশ্চিমের দেওয়ালে। তুমি ফ্রেমে বন্দী হয়ে ঠাই নিলে।
.
আমি পিয়ানোতে ধুলো জমতে দিই না, কারণ সেখানে তোমার আঙুলের স্পর্শ লেগে আছে।
আমার ‘তুমি’র স্পর্শ। এছাড়া আমার আর আছেই বা কি বল।
.
আমি স্পষ্ট Sheep May Safely Graze From Hunt শুনতে পাচ্ছি।
জানলার বাইরে সাদা বকের দিগন্ত অনুসরণ করে উড়ে যাওয়া দেখছি।
মাথা ঘুরিয়ে তোমার পিয়ানো বাজানো দেখতে পারছি না বলে রাগ করো না।
প্লীজ রাগ করো না!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.