![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হেঁটেছেন কখনো শীতের রাতে?
শহরে আপনি যখন রাস্তা ধরে হাঁটবেন, দেখবেন দু/একটা গাড়ি মাঝেমাঝে সাঁই করে আপনার পাশ কেটে চলে যাবে। হুম্ ধুলো উড়িয়ে।
হিমালয়ের বরফ ছুঁয়ে আসা বাতাস আপনার হাত দুটো জমিয়ে শক্ত করে দেবে। কেডস্ না পরে থাকলে পায়ের অবস্থাও হাতের মতই হবে। তখন বরঞ্চ হাঁটতে কষ্ট হবে।
হাঁটতে হাঁটতে আপনি দেখবেন প্রায় ৯০% দোকানের শাটার নামানো। ২/১টা ফার্মেসী কিংবা চায়ের টং খোলা থাকে অবশ্য প্রহরীদের সেবায়।
সোডিয়াম ল্যাম্পোস্টের হলদে আলোয় জনশূন্য রাস্তা আপনাকে ধাঁধাঁয় ফেলে দিতে পারে।
আপনার এক মুহূর্তে মনে হতে পারে এ পৃথিবীতে আপনি ছাড়া আর কেউ নেই। সেই অনুভূতিটা বড়ই আজব। আপনার মাঝে একাধারে অহংবোধ, নিঃসঙ্গতা, বিশালত্ব, বেপরোয়া ভাব চলে আসতে পারে।
মুখ দিয়ে অস্ফুট স্বরে গেয়ে উঠতে পারেন এমন কোন গান যা আপনি অপছন্দ করেন।
পেছন থেকে আচমকা ঘেউ ঘেউ করা কুকুরের ডাক শুনে জুতো রেখে পালিয়ে যেতে পারেন। ও কিছু নয়, বার্কিং ডগ সেলডম বাইটস।
রাস্তার পাশে প্লাস্টিকের ঘর দেখতে পাবেন। ঘরগুলোতে যারা থাকে কেবল তারাই জানে আশ্রয়স্থল কেন মানুষের মৌলিক চাহিদাগুলোর একটি।
শীতের সব রাতেই কুয়াশা দেখা যায়না। মাঝেমাঝে দেখা যায় কুয়াশা। রহস্যময় কুয়াশা।
কোন এক ফ্ল্যাশ লাইটের আলোয় দেখতে পাবেন কুয়াশার অশরীরী নাচ। পেঁচিয়ে পেঁচিয়ে কুন্ডলি পাকানো নাচ গভীরভাবে তাকালে আপনাকে ভড়কে দেবে। রিস্ক নিবেন না। ফ্রিজড হয়ে যাবেন।
ভুত-প্রেতে বিশ্বাস করেন?
মাইরি! একটু একটু?
ভূতের ভয়কে মনে আশ্রয় দেয়া মাত্রই ভূতেদের কাছে স্বয়ংক্রিয়ভাবে মেসেজ চলে যায়। তারা আপনার চপ্পলের শব্দের সাথে তাল রেখে হাঁটা শুরু করবে।
আপনি গাছটার ডালের দিকে তাকাতেই কয়েকটা পাতা নড়িয়ে হাইড এন্ড সিক খেলবে আপনার সাথে।
সাহস করে পেছনে ফিরে তাকিয়ে শরীর ঠাণ্ডা হয়ে যাবে একটা কিছু দেখে! কয়েক সেকেন্ড পরেই দেখবেন ওটা ছিল কাঁটাতারে কয়েকটা আবর্জনা ভর্তি পলিথিন।
তবে যাইহোক আর এগোনোর দরকার নেই। এবার বাসায় ফিরে যান।
‘মামা যেইখানে আছো খাড়ায়া থাক’
পেছন থেকে এমন কিছু শুনে আপনার ভাবার দরকার নেই তা ভূত কি ভূত নয়!
ঝেড়ে দৌড় লাগান!
২| ১২ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২৯
মহিউদ্দিন২৩ বলেছেন: হাহা, কৌতূহল মেটাতে বের হয়েছি, ঘুরেছি।
৩| ১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:১০
বিষাক্ত ফাহিম বলেছেন: ঝেড়ে দৌড় লাগান! হাহা
৪| ১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:২৯
মহিউদ্দিন২৩ বলেছেন: :-D
৫| ১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:৪৩
চৌধুরী ইপ্তি বলেছেন: দেন আপনি দৌড় দেন।
হি হি
৬| ১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:৪৭
মহিউদ্দিন২৩ বলেছেন: আচ্ছা যদি কোন সুকণ্ঠী ডেকে উঠে??
©somewhere in net ltd.
১|
১২ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১৭
বিপরীত বাক বলেছেন: শীতের রাতে ডিউটি করেছিলেন কখনো?
রোমান্টিকতা কুয়াশার সাথে উইড়া যাবে তাহলে।