| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি যেখানে বসে আছি, তার থেকে অল্প কিছু দূরে বিলের অগভীর পানিতে কয়েকটা মাছ ছুটোছুটি করছে।
বিকেলের সূর্যের তির্যক আলো ধান গাছগুলোর ফাক গলে এসে পড়ল সেখানটায়।
২টা মাছের সংসার।
ধানের রোয়াগুলোর ফাঁকে ২টা মাছ ঘুরে বেড়াতে লাগলো।
আমরা মানুষরা যখন এমন কিছু দেখি, চট করে মানুষের মতো করে ভেবে ফেলি এমনসব প্রাণীদের।
টের পেলাম ভালো লাগা আরম্ভ হল। ছোটবেলায় অল্প পানিতে মাছ ধরে এনে বোতলে ভরে রাখতাম।
পড়াশুনা শেষ করে রাতের বেলা বোতলটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখতাম।
মাছগুলো এদিক ওদিক ছুটত।
ভারি মজা পেতাম।
ভাবনায় চিড় ধরলো।
দেখলাম কিছুদূরে এক মাছরাঙ্গা চুপচাপ শান্ত ভঙ্গিতে বসে আছে।
হঠাৎ তীব্র বেগে পানিতে নেমে এসে ২টা মাছের একটাকে ঠোঁটে নিয়ে উড়ে চলল!
প্রিয়জনকে হারানোর বেদনা তার অতি ক্ষুদ্র হৃদয়ে স্পষ্ট দেখা গেলো।
২|
১৫ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৫:৫১
শুভ্র বিকেল বলেছেন: হুম সত্যকথন।
©somewhere in net ltd.
১|
১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:৫৪
চাঁদগাজী বলেছেন:
প্রকৃতিতে জীবন চক্র এভাবেই চলে আসছে।