![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসাধারণ একটা চাকরির ইন্টারভিউ দিয়ে বের হয়ে আপনি সিগারেট ধরালেন। সেই আপনিই কিন্তু রেজাল্টে আপনার নাম দেখতে না পেয়ে সিগারেট ধরাবেন।
প্রতারিত হবার পর আপনি সমগ্র পুরুষ বা নারী জাতিকে ঘৃণা করবেন। আবার আপনাকেই দুদিন পর দেখা যাবে রেলওয়ে তে হাত ধরে হাসতে হাসতে হেঁটে যেতে।
জীবনটা আসলে এমনই।
শীতকালে পাতা ঝরে গেল তো কি হয়েছে? ঠিক পরেই তো বসন্ত, আবার পাতা গজাবে। সবুজে সবুজ হয়ে উঠবে অরণ্য।
আজ কাঁদছেন তো কাল হাসবেন। এটাই নিয়ম।
ছোটবেলায় বেশি বেশি হাসলে মুরুব্বিরা বলত, বেশি হাসলে বেশি কাঁদতে হবে মনে রাখিস!
বড় হয়ে যাবার পরও হাসতে গিয়ে মনে পড়ে বেশি হাসছি নাতো!
আসল কথা হল প্রকৃতিকে যতটা সহজভাবে নিবেন, আপনার জীবনটাও ঠিক ততটা সহজ হয়ে যাবে। আর কঠিনভাবে নিলেন তো গেলেন।
বাই দা ওয়ে, আপনি আপনার জীবনকে কিভাবে নিবেন বা ইতোমধ্যে কিভাবে নিয়েছেন সেটা সম্পূর্ণ আপনার ইচ্ছার উপর।
২| ১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:২১
হৃদছায়া বলেছেন: হু।
৩| ১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪৬
মহিউদ্দিন২৩ বলেছেন: ধন্যবাদ মন্তব্য করার জন্য
©somewhere in net ltd.
১|
১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৭
প্রতিচিকীর্ষু লৌকিক বলেছেন: দারুণ কিছু কথা বলেছেন ভাললাগলো।