![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইউনিভার্সিটি পড়ুয়া ছেলেদের মাসের ত্রিশ তারিখে এসে মানিব্যাগ হয়ে যায় হাল্কা। ঘর থেকে বেরুতে আর ইচ্ছে করে না। কারণ বেরোলেই খরচের ব্যাপার-স্যাপার রয়েছে।
তারপর যথারীতি মাসের শুরুতে মানিব্যাগ স্থুলকায় হয়। বুড়োমিয়ার দোকানের চায়ের আসর জমে ভাল। প্রথম সপ্তাহ বেনসন, দ্বিতীয় সপ্তাহ গোল্ড লিফ আর তৃতীয়-চতুর্থ সপ্তাহ কাটে ডার্বির ধোঁয়া ছেড়ে।
আড্ডায় মোস্টলি থাকে ইনস্পাইরেশনাল স্টোরি। দুনিয়ার সবচেয়ে ধনীদের শুরুর দিককার জীবন, তাদের বিজনেসম্যান হয়ে গড়ে উঠা এবং আমাদের যে এখনো সুযোগ আছে সেসব।
এছাড়া গান্ধি বাত তো আছেই...
সামটাইমস তারা আবিষ্কার করে তাদের মাঝে একজন গায়ক আছে, কেউ আছে বিতার্কিক, কেউ বা পেশাদার রাজনীতিবিদ।
জীবনের এই প্রবাহটা একটা সময় গিয়ে ম্রিয়মাণ হতে থাকে। ফ্রেন্ড সার্কেলে বিন্দু কমতে থাকে, বৃত্তটি হতে থাকে ছোট।
কেউ কেউ চেষ্টা করে ঐ দিনগুলি ফিরিয়ে আনতে, হয়না আর।
গান, বিতর্ক, স্বপ্ন বোনা, রাজনীতি মেশিনের তলায় পিষ্ট হতে থাকে। ঘাম হয়ে হাওয়ায় মিলিয়ে যায়।
ছন্দ পতন হয়ে থেমে যায় কোন এক অজানা বিপ্লবের ভ্রুণ।