![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহরের কোন এক রাস্তার ধারে সকালবেলা দাঁড়ালে দেখতে পাবেন দুই ধরনের লোকজনের ছুটোছুটি। এক, স্কুলগামী ফুলগুলোর দল। দুই, চাকুরিজীবী নর-নারীর দল। কাঁধে ব্যাগ নিয়ে টুক টুক করে ফুলগুলো স্কুলে যায়। এদের কারো চিন্তা বেঞ্চের সামনের সারিতে বসা নিয়ে, কারো বা খেলাধুলা করার প্ল্যান। কেউ কেউ পড়া বা পরীক্ষা নিয়ে চিন্তা করছে।
শহরের জ্যাম ঠেলে সময়মত পৌছানোটাই একজন চাকুরিজীবীর প্রধান চিন্তা। অপ্রধান চিন্তাগুলো অফিসকেন্দ্রিক। সাজগোজ করে তরুণীরা যখন রিকশা বা সিএনজিতে যায়, তাদের চেহারাটা কেন জানি অভিব্যাক্তিশূন্য হয়ে থাকে। কেন থাকে জানিনা।
আমার কেবলই মনে হয়, এই প্রাণীগুলো একটা সময় গাছের ডালে, গুহায় রাত কাটাত। সকালে উঠেই শিকারে বেরোত। জুতো, জামাকাপড় তো ছিলই না।
তবে কি জানেন, তখনো ভোরে পাখি ডেকে উঠত, এখনো উঠে।
৭ তলার ফ্ল্যাটের কোণায় এসির ফ্যানটা ঘুরছে।
হোয়াট আ চেইঞ্জ! হোয়াট আ চেইঞ্জ ইন মি!!
©somewhere in net ltd.