![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘুমের একটা আশ্চর্য পর্যায় আছে। এ পর্যায়ে আপনি চোখ বন্ধ করে সব পরিষ্কারভাবে দেখতে পাবেন। ফ্রেডেরিক ইডেন একে 'লুসিড ড্রিম' বলেছেন তার 'আ স্টাডি অব ড্রিম' বইতে।
ঘুম আর জাগ্রত অবস্থার মাঝামাঝি অদ্ভূত একটা পরিস্থিতি।
পর্যায়টিতে আপনি কেবল অভিভূত হতে থাকবেন।
চোখ খুলবেন তারপর বন্ধ করবেন। চোখ বন্ধ থাকা অবস্থায় পানির মত স্বচ্ছ সব দেখতে পাওয়া যায় তখন।
চোখের পাতাটা যেন সিনথেটিক প্লাস্টিক হয়ে পড়ে।
আমি প্রায়ই এ অভিজ্ঞতা অর্জন করি। জানিনা আর কারো এমন হয় কিনা।
তিব্বতের বৌদ্ধরা নিয়মিত এই লুসিড ড্রিমের চর্চা করে থাকেন। তাদের ভাষায় এর নাম 'ড্রিম ইয়োগা' এবং প্রাচীন ভারতীয়রা একে 'ইয়োগা নিদ্রা' বলত।
একবার হয়েছে কি আমি দুপুরবেলা বাইরে থেকে এসে মোবাইলটা টেবিলে রেখে বিছানায় আধ শোয়া হলাম। ক্লান্তিতে তন্দ্রা লেগে এসেছিল। তখন দেখলাম আমার মোবাইলের ডিসপ্লে ড্যামেজড হয়ে গেছে।
এরপর সাথে সাথে মোবাইলটা টেবিল থেকে দ্রুত হাতে নিলাম। বিস্ময়ের সাথে দেখলাম সত্যি সত্যি আমার মোবাইল ডিসপ্লে ড্যামেজড্!
এমন আরেকটা অভিজ্ঞতা হয়েছিল। এখন তা মনে পড়ছে না।
জগৎটা আসলেই রহস্যময়। মানুষের রহস্যের এ অনুসন্ধান কখনো থামার উপায় নেই।
২| ২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৬
বিজন রয় বলেছেন: জগৎটা আসলেই রহস্যময়। মানুষের রহস্যের এ অনুসন্ধান কখনো থামার উপায় নেই।
+++
©somewhere in net ltd.
১|
২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৬
বিজন রয় বলেছেন: জগৎটা আসলেই রহস্যময়। মানুষের রহস্যের এ অনুসন্ধান কখনো থামার উপায় নেই।
+++