নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রহস্যে ঘেরা এ জগতের রহস্যময় মানুষের শেকড় সন্ধান

মহিউদ্দিন২৩

মহিউদ্দিন২৩ › বিস্তারিত পোস্টঃ

আমরা কতটা সচেতন?

২৪ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১৭

ফেইসবুক এখন শুধুমাত্র সামাজিক যোগাযোগের মাধ্যম নয়, ব্যবসায়ীদের বিজ্ঞাপনের বিলবোর্ডও।
ভালোমন্দ সবকিছুর বিজ্ঞাপন ফেইসবুকে দেখা যায়। গত কয়েকদিন ধরে কিছু বিজ্ঞাপন দেখে খুব অবাক হলাম!
কলমের মত দেখতে গোপন ক্যামেরা আর অন্যদের ফোনে আড়ি পাতার ডিভাইসের বিজ্ঞাপন।
আজকাল বিকৃত মানসিকতার মানুষের অভাব নেই, আবার হাবাগোবা গোছের নারী-পুরুষও কম না। এই যে বিজ্ঞাপনের পেইজগুলোতে কলম ক্যামেরা, অন্যের ফোনের কথা রেকর্ডের ডিভাইসগুলো বিক্রি হচ্ছে। এর যে মারাত্মক প্রভাব পড়বে না তা কে বলতে পারে।
কাউকে হেনস্থা করার জন্য গোপন কলম ক্যামেরা কারো বাসায় রেখে এসে পরে রেকর্ডকৃত ভিডিওটি দিয়ে তাকে ব্লাকমেইল করাতো খুবই সহজ হয়ে গেল। এছাড়া বাংলাদেশের বেশিরভাগ বিবাহিত মানুষ তাদের লাইফ পার্টনারকে সন্দেহ করে থাকেন। এখন ফোনে কি বলল না বলল তার লেজ ধরে সংসারে অশান্তির বন্যা বয়ে আনতে পারে এই ডিভাইস!
এই ধরনের আরো অনেক প্রযুক্তি হয়ত এভাবেই জনসম্মুখে বিক্রি হচ্ছে।
আমরা কতটা সচেতন এসব নিয়ে তা সহজেই বোঝা যাচ্ছে।
এ ধরনের পেইজগুলো যারা চালায় তাদের গ্রেফতার করা উচিত। আইনের আওতায় এনে শাস্তি-জরিমানা করা উচিত।
কে বলতে পারে, আপনিই হয়ত কাল ভিকটিম হতে যাচ্ছেন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.