![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাকে একটা গল্প উপহার দিও, পূর্ণতার গল্প।
আমার জীবনটা না অনেকখানি অপূর্ণ রয়ে গেছে।
বিষাদের রঙগুলি মুছে দিও?
আর হ্যাঁ, মাঝেমাঝে মিছেমিছি করে হলেও আড়চোখে চেয়ো।
আমি একটুখানি ঢং করলে কিছুটা অভিমানের সুরে বকো কিন্তু!
অপেক্ষা করতে ভাল লাগে না তবুও একটু অপেক্ষা করার সুযোগ দিও।
মাঝেমাঝে দুঃখ দিব, স্মিত হেসে শোধরানোর সুযোগ দিও?
একটা ছোট আয়নায় ‘তুমি আর আমি’ আমাদের দেখতে দিও।
মধ্যরাতের হঠাৎ বৃষ্টিতে ভিজতে চাইলে ভিজবে তো?
ভাল গাইতে পারি না। ভুলভাল সুরে গাইলে সেটা যে তোমার জন্য তা ভেবে সাদরে গ্রহণ কোরো।
তোমার কোলে মাথা রাখলে চুলগুলো এলোমেলো করে দিও।
আমার জন্য দুটো কবিতার লাইন লিখতে পারবে না?
শুনতে চাইলে একটা দুটো গান শোনাবে তো?
‘ভালোবাসি’ বললে মিষ্টি করে বোলো ‘ভালোবাসি’।
২| ১৪ ই মে, ২০১৬ ভোর ৪:০২
মহিউদ্দিন২৩ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৩ ই মে, ২০১৬ রাত ৮:৪১
হৃদছায়া বলেছেন: সুইট