নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কার জন্য লেখব? কেন লেখব? আমার লেখার ভাষা নাই।

মহসিন১২৩

PATRIOT

মহসিন১২৩ › বিস্তারিত পোস্টঃ

বর্ণ চোরার দল সব।

০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১:০১

বাপ আমারে কয় আমি বর্ণচোরা এই আওমলিীগ এই বিএনপি। মতিগোতির ঠিক নাই, নামাজ পরে না ঠিক মত, রাসূল (সাঃ) কে নিয়া কে কি বলেছে, তাই নিয়া চোখেঘুম নাই।

কি আর করা, বাপেরে কই বর্ণ চোরা তো আমি একা না, ১৯৯৭ সালে যখন আওমিলীগ আসল তখন আমি লা্ফাইছি ঠিকই, জনতার মঞ্চের গানের তালে তালে আমার মতন দেশের ৬০% ভোটারও লাফাইছে। আবার পাঁচ বছর পর যখন বিএনপি আসল তখনও আমার মতন দেশের ৭০% ভোটার লাফাইছে।ফের আবার যখন ২০০৮ সালে আওমিলীগ আসল আমি কিন্তু এবার লাফাই নাই একটু লড়াচড়া করছি কিনতু ৭০% ভোটার লাফাইছে। তাহলে কি দাড়াইল ২০% থেকে ৩০% ভোটার আমার মত বর্ণচোরা সুবিধাবাদি।



আসল বাঙালি জাতটাই সুবিধাবাদি মতি গোতির কোন ঠিক নাই । এ মতির জন্য যে যেমন পারে তাদের ব্যবহার করে। ইসলাম ধরলে ভাল মতন ধর না ধরলে, না ধরলে সব নাস্তিক হইয়া যা।লুলু(রাশিয়ারন নাস্তিকদের উপাদেয় খাদ্যের নাম) খাইতেও মন চায় আবার ওরশ খাইতেও মন চায়, যতসব ভন্ডের দল। এই ভন্ডামী না ছড়লে কপালে দুর্গতি আছে ইউরোপিয়ানগো মত (ইন্ডিয়ায়ও শুরু হইছে) মত নিজের সন্তান চেনার জন্য ডিএনএ টেষ্ট করা লাগবে অদুর ভবিষ্যতে, নরিকেল গাছের ডাল নিংড়ানো লবন খাওয়া লাগবে ( আমার দাদি একবছর খাইছিলো, তার কাছে শোনা ,বুড়ি মিথ্যাও কয়তে পারে, নৌকা মনে করইরা একবার জাহাজে ভোট দিছিল মাথা ঠিক নাই)। আমার বাপ য়ে দুইবেলা মিষ্টি আলুর সিদ্ধ, একবেলা আধাপেটা ভাত বা একট রুটি খাইয়া কলেজে যাইতো তা শিকার করতে চায়না। কিনতু বেকুব বুড়ি ফাস কইরা দিছে।চুরি, ডাকাতি রাহাজানি, খুন, েচারাচালানি এমন ভাবে বারছিল যে না ঘুমাইয়া গ্রাম পাহরা দেওয়া লাগত বুড়ি এসব কি কয় সোনার বাংলায় এসব কোন দিন হইছে বুড়ি তোমার পোলারা শুনলে তোমর ভাত বনদ্ধ । সেদিন আর বেশি দুরে নয়, সরকারী প্রযোজনায় "আবার তোরা মানুষ হ" ছায়া ছবির রিমেক বানানো লাগবে।



অসুনি বর্ণচোরারা ,নিজের চুল নিজে ছিড়ি.................রি..........রি.......... এ ...............কি ..............করলাম !!!!!!!!



তারিকা নাইলে গাছের মগডাল পাতা খাইছিলো খা ..........খা.....



এখনতো দেখি গাছি নাই...................শিকর বাকর লইয়া টানাটানি।



ইহা বাপ ও ছেলের ঝগরার বিষয নিয়া একান্ত ব্যাক্তিগত বিষয় কারও সাথে মিলে গেলে অনঅভীপ্রেত কাকতলীয়।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৩

আস্তবাবা বলেছেন: ++++++++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.