নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কি আশ্চর্য্য সমাধি! সমসাময়িকের নাও যাচ্ছে ভেসে মদ, কোকেনের নদী পেরিয়ে।
যেহেতু এটা একটা ট্রেডিশন তাই মননের অবকাশে পড়ে থাকে এলোমেলো পাতাদের
দীর্ঘ ছায়া। দুঃখ নিওনা হে আমার বেদনারা, ঝিরি ঝিরি বাতাসে দোল খাচ্ছে শুভ্র
তুষারফল। আমি তো একাই যাত্রী, মাঝিও নৌকার আজ, কতটুকু টেনে নিতে পারি
দাঁড়।আঙুলের ফাঁক গলে চুঁইয়ে পড়ছে কষ্ট নদীর পানি। তোমরা ভাবো, সলিল সমাধি
হলেই বুঝি সব শেষ। জন্মসূত্র না জেনেই অলস সময়কে বসিয়ে দেই উঠোনের মাঝখানে।
তারপর রাতভর কান্নার মিছিল, বিন্দুতে দেখা মেলে সিন্ধুর সমাধি। আসলে আর কিছুই
নয় কুহকী রাতে গভীর হতাশায় কেউ কেউ খুঁজে ফেরে সমাধির ফুল।
©somewhere in net ltd.
১| ০৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৩৩
বিজন রয় বলেছেন: সুন্দর।
++++