নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন বামনদের দখলে চলে যাবে নীতিহীন ভ্রষ্ট চাঁদ। মাছেরা তার নিজস্ব স্মৃতি ভুলে
সমুদ্রে জ্বালিয়ে দেবে কৃষ্ণচূড়ার আগুন। গর্ভসুখে যারা গেয়ে ওঠে আহ্লাদী গান তাদের শরীর
দখলে নিচ্ছে পিতল-কাঁসার ঝকঝকে রাত। একদা শিরিষ কাগজের মতো আমারও দিন
কেটে গেছে, শরীর ঘষে ঘষে শুধুই বাড়িয়েছি পাপের ফেনিল। ঈশ্বরের নিরবতা দেখে ক্ষুব্ধ
যুবকের ন্যায় পাল্টে ফেলেছি দৃশ্যপট। সাহস এখন অনেক বেশি, আকাশের পাটাতনে বসে
দেখাই ভানুমতির খেল। বিদগ্ধ রাতে ফিরিঙ্গির ডিঙি নৌকায় বসে খুঁজি বণিক কাফেলা।
তিলোত্তমা নগরীতে বয়ে যায় বাণিজ্যবায়ু। এযেন সুবিশাল এক স্টেডিয়াম, যুৎসই লোকেরা
পিরামিডের গা বেয়ে উঠে যাচ্ছে আকাশ পথে। কাশফুলের যৌবন দেখে যারা নগ্ন হয়েছিল
কৃষ্ণপক্ষ রাতে তাদের স্বপ্নের সিথানে শোভাবর্ধন করে বুনোহংসী সাপ। একদিন বামনদের
দখলেই চলে যাবে সবকিছু। খুঁটির জোরে তারা হয়ে উঠবে মহীরূহ।
২| ২৪ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৪৮
বৈশাখী ঝড় বলেছেন: তাই নাকি? জানা নেই তো। একটু জানাবেন কি?
©somewhere in net ltd.
১| ১০ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৪৪
বিজন রয় বলেছেন: অনেক সুন্দর লিখেছেন।
এরকমই কার যেন একটি কবিতা আছে আমাদের দেশে।