নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অদ্ভুত এক পৃথিবীর নকশা এঁকেছি
মানুষেরর বদলে এখানে ঘুমিয়ে পড়ে পুতুল
রাত্রিকালীন সরাইখানায় আড্ডা জমে বেশ
কে খেলো পাখিমাংস সুস্বাদু হরিণ।
কিছু অভিশাপ পড়ে থাকে মরা নদীর বুকে
টেরাকোটায় আটকে থাকে মানুষের বিশ্বাস
যাদের জন্ম হয়েছিল মন খারাপের উপত্যকায়
তারা এখন শুনিয়ে যায় ক্ষুধার্ত দুপুরের গান।
রঙিন মোড়কে বেঁধে রেখেছি মাটির সংসার
প্রতি পদক্ষেপে বদলে যাচ্ছে বিজ্ঞাপন
মাটি খু্ড়লে শুধু পানি নয় ভেঙ্গে পড়ারও সম্ভাবনাও থাকে।
২| ০৯ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:১৫
আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ ভাবনাপূর্ণ কবি দা
৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৩১
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।
©somewhere in net ltd.
১| ০৯ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:১১
বিএম বরকতউল্লাহ বলেছেন: ঝড়ের গতিতে পড়ে গেলাম। ভাল লেগেছে।