নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা ত্রিভুজ অনবরত ঘুরছে মাথার ভেতর
না। আমি পাগল নই!
রেখা টানলেই এখন বয়ে চলে নদী
টেরাকোটায় আটকে থাকে মানুষের স্বপ্ন।
সব আত্মার ছলনা নয়
বারো মাস কারো বুকের ভেতর বাজে বাঁশি
বহতা জীবন- নিজস্ব কিছু দুঃখ থাকে
থাকে শুকনো পাতার মতো কিছু অভিমান।
মুখ বাড়ালেই শুধু ঈশ্বর আসে না
গন্ধ আসে- বাজে গন্ধ!
পথের এখন বিচিত্র রং
নদীরা জেগে উঠলে পথ খুঁজে পাবে না জানি
মাথার ভেতর - একটা ত্রিভুজ-
হিসেব মিলছে না কিছুতেই।
১১ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:০২
বৈশাখী ঝড় বলেছেন: ধন্যবাদ দাদা
২| ১১ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:২০
বাকপ্রবাস বলেছেন: সুন্দর
১১ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:০৩
বৈশাখী ঝড় বলেছেন: ধন্যবাদ
৩| ১১ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৪৫
বিজন রয় বলেছেন: আপনি অনেক ভালো লেখেন।
এই কবিতাটি অনেক ভালো হয়েছে।
আপনার মনস্তাত্বিক স্তর বোঝার চেষ্টা করছি।
শুভকামনা।
৪| ১১ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:২৮
রাজীব নুর বলেছেন: সুন্দর।
©somewhere in net ltd.
১| ১১ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৫৯
নয়ন বড়ুয়া বলেছেন: বাহ দাদা...