নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাহাড় থেকে ছিটকে পড়ে গেলে
মা আমাদের শোনাতে আসতো বরফের গল্প
আমরা নাকি বালক বালক লাগি
অবশ্য তখনো আমাদের মুখে দাড়ি ওঠে নাই
কেবল গলার স্বরটা ভাঙছে মাত্র।
নদীতে নাইতে গেলেই মায়ের সাবধান বাণী
দেখিস খোকা! সাবধান! ডুবে যাবি
মা যদিও জানে- দুরন্ত সাঁতার জানা বালক আমি
ডুবে মরে যাবার বয়সটাও পেরিয়ে এসেছি অনেক আগে
দিকচিহ্ণহীন ধূসর পৃথিবীতে তবুও ভয় জাগে
মায়ের বুকের গহীনে-
কী রাত - কী দিন।
মাকে হারিয়েছি সেই কবে!
এখন বন্ধনহীন - দিব্যি চলছি-ফিরছি!
মায়ের কথা মনে হলেই শীতের মতো চুপসে যাই
তখন মাথায় তিনশত পয়ষট্টি ডিজিটের
একটা ক্যালকুলেটরের হিসেব আসে
যোগ-বিয়োগ, গুণ-ভাগ শেষে ফলাফল হিসেবে যা পাই
দেখি শুধু মা আর মা।
এই তিনশত পয়ষট্টি দিনই যে আমায় আগলে রাখতেন
সেই মাকে ছাড়া এখন কেমন দিব্যি বেঁচে আছি!
ভাবতেই গায়ের রোম শিউরে ওঠে
মন খারাপের একখন্ড কালো মেঘ ঘিরে ধরে সারাবেলা।
জানুয়ারি ১৮, ২০১৭
২| ১৮ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫২
বিজন রয় বলেছেন: মায়ের কাছে সব সন্তানেরা চিরদিন বালক।
মা ছাড়া আপনি অনেক দিন অতিবাহিত করলেন!!
পৃথিবীতে মানুষ বা প্রাণী যদি না মরতো!!
৩| ১৮ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:০৫
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন ভাইসাহেব।
৪| ১৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৪১
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: মন বিষণ্ণ করা কবিতা।
©somewhere in net ltd.
১| ১৮ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:০০
নয়ন বড়ুয়া বলেছেন: ভালো থাকুক পৃথিবীর সকল মায়েরা...