নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি জিজ্ঞেস করো তবে হরহর করে বলে দিতে পারি পাখি বিষয়ক অভিজ্ঞতার কথা। নদীর সাথেও সখ্যতা ছিল বহুদিন। কমলার কোয়ার মতো ঠোঁটে যে তুলে এনেছিল রাতের সুখ শোয়ার সমূহ কৌশল জানা আছে তার। যারা হেঁটে বেড়ায় উন্মুক্ত মাঠের বাইরে তারা জানে প্রাচীন গুহায় বেঁচে থাকার মন্ত্র। নমঃ নমঃ প্রণামে আমিও তান্ত্রিক হতে চেয়েছিলাম। অথচ গিলে ফেলেছি বরফের বিষ। দোহাই! বৃক্ষদের বিষয়ে আমাকে কোন প্রশ্ন কোরো না। আমি বৃক্ষপ্রেমিক হতে পারিনি এখনও। পাখিদের সাথে তর্ক করে আমি এটুকুই জেনেছি, তারা চাটুকারিতা করে না কখনও। তাদের এপিটাফে লেখা থাকে না কোন অমর বাণী।
৩১ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:১৯
বৈশাখী ঝড় বলেছেন: হা হা হা। কবিতা তো কবিতার মতই লাগবে। ধন্যবাদ পড়ে সুন্দর মতামত প্রদানের জন্য
২| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:৩৯
নয়ন বড়ুয়া বলেছেন: লাইনগুলো কবিতার মত হলেই পড়ে আরও ভালো লাগতো...
এখন গদ্য আকারে পড়তে গিয়ে, কবিতার মত পড়ে ফেললাম...
একটা জিনিস বুঝলাম, কবিদের হাজার সুর থাকলেও, সব সুর মেশে কবিতার সুরে...
চমৎকার লিখেছেন দাদা...
৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:৩১
রাজীব নুর বলেছেন: কি লিখলেন? কেন লিখলেন?
©somewhere in net ltd.
১| ৩১ শে জানুয়ারি, ২০২৪ রাত ৯:১৪
এম ডি মুসা বলেছেন: কবিতা কবিতা মনে হয়েছে পড়ে তবে প্রথম ভাবছি শিক্ষা মূলক কোন ব্লগ পরে দেখি কবিতার মতই লাগে