নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গহন চৈত্রের দিনে দহন চিরস্থায়ী হলে
একদিন হারিয়ে যাব
আগমন নিষিদ্ধ কর হে পুত
এখানে বিছিয়ে দিয়েছি শামুক জীবন
নিরুদ্ধ অন্ধকার – মুখোশের দিন এখন
দূর অরণ্যে মিশে গেছে মায়াবী গল্পের জীবন
পৃথিবীর শেষ প্রান্তে দাঁড়িয়ে এখন
কে রাখে কার খোঁজ
ফুরিয়ে আসছে আগুনের দিন
সঘন মেঘ – অরণ্য সারি সারি
দৃশ্যের ভেতর জন্ম নিচ্ছে শৈশব
পৃথিবী যেন একটা অচেনা গুহা
একদিন হারিয়ে যাব
পাশে পড়ে থাকবে ব্যথিত মুখ
হাহাকার - পরিত্যক্ত হবে দেহ
অসমাপ্ত কাহিনী আর লিখবে না কেউ
এক বসে নৌকায় – শেষ যাত্রী আমি
কোন মাঝি যেন গায় ধল প্রহরের গান।
২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:২৬
সামরিন হক বলেছেন: সুন্দর ।
০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:০৮
বৈশাখী ঝড় বলেছেন: ধন্যবাদ
৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:০৩
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
©somewhere in net ltd.
১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:০৩
নয়ন বড়ুয়া বলেছেন: শুভ দুপুর কবি...