নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এ বড় কষ্ট কথা! হরিৎ প্রান্তরে ডঙ্কা বেজে উঠলে
বেড়ে যায় আমাদের চোখের বিস্ময়
চক্রাঘাতে যার মৃত্যু হল সেই করলো মুক্তিলাভ
আঙুলের প্রান্ত দিয়ে দু’এক ফোঁটা রক্ত ঝরলে
আমরা অসহায় প্রার্থনা করি ঈশ্বরের নিকট।
নড়ে উঠলে হাওয়ার কল - আমাদের আত্মতুষ্টি জাগে
যে নদীর কোন নাম নেই তার তীরে অপেক্ষায় থাকি
ও নীলাভ মানুষ -
তোমার বুকে কষ্ট কেন উথলে ওঠে ঢেউয়ের মতো
এসো সবুজ ঘাসের দুরন্ত ফড়িং ধরে বুকপকেটে রাখি
পূণ্যস্নানের পর হাজার বছর বাঁচতে চাইলে-
এই ফড়িংটি কাজে লাগবে।
২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:১৯
মোহাম্মদ গোফরান বলেছেন: আজ ব্লগে সব সুন্দর সুন্দর কবিতা। কবিতা ভালো লাগলো।
৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:২৫
নয়ন বড়ুয়া বলেছেন: কবিতা পাঠ করলাম...
৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৩৬
আলমগীর সরকার লিটন বলেছেন: ফড়িং ডানায় উড়ে যায় কবি
৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৩৮
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
©somewhere in net ltd.
১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:১৭
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।