নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সূর্য যদি ভুল করে বসে কোনদিন তবে জেনে রাখ আঁধারে ঢেকে যাবে পৃথিবী । আমি তো শেষ বেঞ্চের ছাত্র নই; নিশ্চুপ গিটারে যে সুর তুলে আনি তাঁর বিমূর্ত ভাবনায় কেটে যায় আজকাল ঝলমলে রোদেলা দুপুর। ইদানীং বড্ডবেশি নির্লিপ্ত মানুষ দেখি বাউলহীন শহরে । যারা মুখাভিনয়ে ছিল সাবলীল তারা এখন কাঁচের চুড়ির মূর্চ্ছণায় দাপিয়ে বেড়ায় নিজস্ব শিল্পাঞ্চল । 'মুখরা রমণী বশীকরণ' জানা নেই যার তার তো আক্ষেপ থাকবেই । যে শিখে নিয়েছে গোপন মন্ত্র বশ্যতা স্বীকার করো তারই; বেহালায় সুর উঠলেই যে করুণ হবে এমন তো কোন কথা নেই বরং চুঁইয়ে পড়ুক সব উচ্ছ্বাস রুপোলী জোছনার আলোয়।
২| ০৩ রা এপ্রিল, ২০২৪ দুপুর ২:১১
মোঃ মাইদুল সরকার বলেছেন: শেষ লাইনের মত বলতে হয় তবে তাই হোক।
৩| ০৩ রা এপ্রিল, ২০২৪ দুপুর ২:৫২
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর
৪| ০৩ রা এপ্রিল, ২০২৪ বিকাল ৫:৫০
রাজীব নুর বলেছেন: কি লিখেছেন?
কবিতা নাকি?
©somewhere in net ltd.
১| ০৩ রা এপ্রিল, ২০২৪ দুপুর ১২:৪১
আলমগীর সরকার লিটন বলেছেন: রুপালী জোছনা ঘুমালে কি আর পৃথিবী চলবে কবি
সূর্যের মতো হেসে উঠ মাটির আঙ্গীনা জুড়ে