![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তারেক রহমানের গ্রন্থ প্রকাশনা ১৮ আগস্ট
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের জীবন-দর্শন নিয়ে বিভিন্ন জনের গবেষণা ও অনুসন্ধানী লেখা নিয়ে বাংলাদেশের তৃণমূল রাজনীতিতে তারেক রহমানের অবদান ও তার ভবিষ্যৎ পরিকল্পনা সম্বলিত’ গ্রন্থের প্রকাশনা উৎসব ১৮ আগস্ট নিউইয়র্কে কলম্বিয়া ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হবে। ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে সাবেক-বর্তমান শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ‘বাংলাদেশ পলিসি ফোরাম-ক্যামব্রিজ’ নামক একটি সংস্থার আয়োজনে দ্বিতীয়বারের মতো এই প্রকাশনা উৎসব। এই গ্রন্থের প্রথম প্রকাশনা উৎসব গত জুনে লন্ডনে হয়েছে। সেখানে তারেক রহমান নিজে সশরীরে উপস্থিত ছিলেন। তবে সেখানে তিনি ছিলেন দর্শক সারিতে। গ্রন্থের উৎসব অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশীরা ছাড়াও মূলধারার নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতৃবৃন্দ।
২| ১৭ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:১৪
হাসান কালবৈশাখী বলেছেন:
তারেক আম্রিকা যেতে পারবে?
FBI এর হুলিয়া আছে, গেলেই ধরবে!
২০০৯ এর FBI রিপোর্টটি দেখুন
Click This Link
৩| ১৭ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:২০
পরোবাশি২০১৩ বলেছেন: I agree with both comments. Who wrote the book? I doubt TR has the capability? He will be in jail if he comes to US.
৪| ১৭ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:০৮
রিমন রনবীর বলেছেন:
৫| ১৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:২৬
আরিফুর রহমান বাবুল বলেছেন: কোথায় রাজ রাণি, আর কোথায় ছুতমারানি। কোথায় তারেক রহমান, আর কোথায় আমরা কয়জন মন্ত্বব্যকারি। আদার ব্যাপারি হয়ে জাহাজের খবর লও তাইনা। আরে পাগল ছাগলের দলেরা, তারেক রহমান কোথায় যেতে পারবে, কে ধরবে তা তোমরা কি করে জান?? সবাইকি তুমাদের শালা শম্মন্দি যে, তারেক রহমান আসলে কি করবে না করবে তা আগে থেকে তুমাদের জানিয়ে রাখে??? ওয়েল ইউর ওন মেশিন ভাইরা।
৬| ২০ শে আগস্ট, ২০১৩ রাত ২:১৭
আমি ভূমিপুত্র বলেছেন:
----------------------------------------------------------
©somewhere in net ltd.
১|
১৭ ই আগস্ট, ২০১৩ রাত ২:৫৫
এই আমি সেই আমি বলেছেন: তারেক রহমানের জীবন এবং তার আবার দর্শন । এখন দেখি কাঁঠালের আমসত্ত্ব হবে তাও সম্ভবত আগামী পাঁচ বছর এই বাংলাদেশকে খেতে হবে ।