![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিউইর্য়ক: জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)’র আর্ন্তজাতিক সম্পাদক ও যুক্তরাষ্ট্র শাখার সভাপতি এএসএম রহমত উল্লাহ ভূইয়াঁ এক বিবৃতিতে বলেছেন, বাংলাদেশের রাজনীতি এখন পঙ্কিলতায় নিমজ্জিত। দেশ কাল নাগ-নাগিনীর বিষাক্ত ছোবলে বারংবার ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। সরকার তা পরিকল্পিত ভাবে করছে। তিনি বলেন, দেশকে ধ্বংস করার জন্য সরকার প্রথমে দেশ প্রেমিক সেনা কর্মকর্তাদের হত্যা করেছে। সেখান থেকে সাহস সঞ্চার করে পর্যায়ত্রুমে গুম,খন আর রাহাজানির পথ বেচে নিয়েছে। গত ৫ও ৬ মে মতিঝিল শাপলা চত্ত্বরে নিরহ আলেমদেরকে গণহত্যা বসনিয়া,হার্জেগনিয়া, সোমালিয়া এমনকি কারবালার প্রাঙ্গরকেও হার মানিয়েছে।
রহমত উল্লাহ বিবৃতিতে আরো বলেন, শেখ হাসিনা দেশের স্বার্থকে উপেক্ষা করে দাদা বাবু আর নাস্তিকদের পরামর্শে দেশকে বর্ধ্যভূমির দিকে ঠেলে দিচ্ছে। দেশের রাজনীতিতে সংকীর্ণতার ফলে আবর্জনা জমেছে। আর এর পাপ রাজনীতিবিদদের বাহিরে সাংবাদিক, সেনাবাহিনী, ব্যবসায়ী, ডাক্তার, উকিল, ইঞ্জিনিয়ার, ছাত্র শিক্ষক, বুদ্ধিজীবিসহ সর্বমহলে ধরেছে।
সরকারের অতি উৎসাহে প্রজাতন্ত্রের কর্মচারী আমলা আর পুলিশ ভূলে গেছেন তারা মানুষের সেবক। রাষ্ট্রীয় কোষাগারের টাকায় কেনা অস্ত্র সরকারের পেটুয়াবাহিনী দিয়ে গণমানুষের বিরুদ্ধে ব্যবহার করছে। সরকার নিজেই জনগণের সাথে মনে হয় যুদ্ধে অবর্তীণ হয়েছে। দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত আজ বিশৃংখলায় নিমজ্জিত।
সারা দেশবাসী আতংকের মধ্যে বিরাজ করছে। এ অবস্থা থেকে পরিত্রানের একমাত্র উপায় দেশ প্রেমিক রাজনীতিবিদ আর বুদ্ধিজীবিদের নি:শর্ত আলোচনা। তিনি বলেন, আমাদের প্রতিবেশী দেশ চায়না বাংলাদেশের উন্নতি হোক। যার ফলে বর্তমান সরকারকে ছায়া সরকার হিসেবে কাজ করে দেশের একের পর শিল্পী, কল-কারখানা এবং অবকাঠামো ইত্যাদি ধ্বংস করছে। বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উচুঁ করে দাড়াঁক এমনটা চায়না বলে সুপরিকল্পিত ভাবে দেশকে অভ্যন্তরীন গৃহ যুদ্ধের দিকে ঢেলে দিচ্ছে প্রতিবেশী দেশটি। আধিপত্যবাদী ভারত সরকার বাংলাদেশের প্রধানমন্ত্রীকে তাদের পুতুল সরকার মনে করে। যারফলে আমাদের সংস্কৃতি.কৃষ্টি আর ধর্মীয় অনুভুতির প্রতি বারবার আঘাত হানছে। বাংলাদেশ যাতে বিশ্ব দরবারে ব্যর্থ রাষ্ট্রে পরিগণিত হয়।
তিনি বলেন, বাংলাদেশের এ করুণ অবস্থায় দেশের গণ মানুষের স্বার্থে, অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে এবং সম্মানিত জাতি হিসেবে বেঁেচ থাকার তাগিদে সকলের ঐক্যবদ্ধ থাকাটা বর্তমান সময়ের দাবী। সংবাদ বিজ্ঞপ্তী
©somewhere in net ltd.
১|
২৮ শে আগস্ট, ২০১৩ রাত ৩:২৬
জীনের বাদশা বলেছেন: সকল ভাদার গোষ্টী কিলাই আমি জিনের বাদশা।