![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আব্দুল করিম সাহে সকালে অফিসে এসেই অসুস্থ্য বোধ করছেন। হঠাৎ প্রচন্ড মাথা ব্যথ্যা সহ বুমি করে দিলেন। শরীরে প্রচন্ড জ্বর এর সাথে শুরু হলে ডায়েরীয়া। তিনি ভয় পেয়ে ছুটলেন হাসপাতালে। ডাক্তার সাহেব পরীক্ষা-নিরীক্ষা করে বললেন,
-আপনার ফুড পয়েজিং হয়েছে। আমি কিছু ঔষূধ লিখে দিলাম। কিছু দিনের মধ্যেই ভাল হয়ে যাবেন, ইন-শা-আল্লাহ!
.
আব্দুল করিম সাহেব ঘরে ফিরেই বউকে প্রচন্ড বকাঝকা করে বললেন,
-আমি ছাত্র জীবন থেকে বাহিরের খাবার খাই না, তাই আমার অসুখ বিসুখ তেমন হয় না। তুমি ঢাকা আসতে না আসতেই আমার অসুখ হয়ে গেলো! তরকারী কি বিষ দিয়ে রান্না করেছো নাকি?
.
আব্দুল করিম সাহেবের বউ গ্রামে থাকেন। গতকাল বিকালেই গ্রাম থেকে ঢাকায় বেড়াতে এসেছেন, স্বামীর সাথে রোজার দিনগুলো কাটাবেন বলে। তিনি নিজ গরুর দুধ হতে প্রস্তুতকৃত ঘি তার স্বামীর জন্য নিয়ে এসেছেন। স্বামীর বকা খেয়ে তিনি কেঁদে কেঁদে বললেন,
-আমি আপনাকে বিষ দিবো কেন? আপনার ঘরের তরকারী দিয়েই তো সব রান্না করলাম!
-তাহলে আমার আজ অসুখ হলো কেন?
-সেটার আমি কি জানি?
-শুন! সকালে ঘি খাবার সময় আমার একটু সক লেগেছিলো। তুমি যে ঘি এনেছো তা নকল নয়তো?
.
আব্দুল করিম সাহেবের স্ত্রী গ্রামের বাড়ীতে কিছু গরু পালন করতেন। তিনি নিজ গরুর দুধ হতে প্রস্তুতকৃত ঘি তার স্বামীর জন্য নিয়ে এসেছিলেন। স্বামীর অভিযোগের জবাবে তিনি বলনে,
-স্বামী শুনেন... আমি নিজ হাতে স্বর তুলে তুলে ঐ ঘি প্রস্তুত করেছি। আমার ঘি ১০০% খাঁটি। এতে কোন ভ্যাজাল নাই।
-তাহলে ডাক্তার যে বললো, আমার ফুড পয়েজিং হয়েছে, কেন হলো এটা?
-সেটার আমি কি জানি! তবে শুনে রাখেন, আমি আপনার বাসার আগের ডাবর আমলা ঘি পরখ করে দেখেছিঃ। আমি ঘি চিনি। আপনার ঐ ঘির পুরাটাই ভ্যাজাল। আমি ঐ ঘি ফেলে দিয়েছি।
-কি বলো তুমি?
-জি! এটাই ঠিক। আসলে এতকাল ভ্যাজাল ঘি খেয়ে খেযে আপনার অভ্যাস হয়ে গিয়েছিলো। আজ আপনাকে যখন খাঁটি ঘি খাওয়ালাম, আপনার শরীর তা হজম করতে পারে নাই, তাই আপনার শরীর খারাপ হয়েছে। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইন-শা-আল্লাহ!
-হুম, কি বলো তুমি, এটা কি করে সম্ভব?
.
-
গল্পের আব্দুল করিম হলো আজকের বাংলাদেশী দেওবন্দী ব্রেলভী আলেম সমাজের বাস্তব চিত্র। দলিলবিহীন ভ্যাজাল আমল করতে করতে, সহীহ আমল তাদের সহ্য হচ্ছে না। তাই তো তারা ফতোয়া দিয়ে বেড়াচ্ছে পিস টিভি দেখা বেদাত, পিস টিভির বক্তারা জংগীবাদের উস্কানীদাতা, পীস টিভির প্রতিষ্ঠাতা ডাক্তার জাকির নায়েক কাফের, ইহুদী-খৃষ্টানদের দালাল।
২| ২১ শে জুলাই, ২০১৬ রাত ১০:২৯
সব জান্তা বলেছেন: ঠিক
৩| ২১ শে জুলাই, ২০১৬ রাত ১০:৪৮
বিবেক ও সত্য বলেছেন: আপনি নিশ্চয়ই মুসলিম। অথচ তা সত্যিকার স্রষ্টা প্রদত্ত কিনা তা যাচাই-বাছাই না করে মুসলিম এবং তা মানুষের কাছে প্রচার করেন। হাদিসের কথানুসারে আপনিও মিথ্যাবাদি, নয় কি?
জাকির নায়েকের প্রতিটি কথা আমি খন্ডন করতে পারি, উনি একজন সুচতুর মানুষ। মুসলমানদের বোকা বানিয়ে নিজের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠায় ব্যস্ত। কারন তিনি জানেন ইসলামের পক্ষে (সত্যের পক্ষে নয়) কথা বললেই তিনি বাহবা পাবেন, মুসলমানদের পুজনীয় হবেন।
আপনি যে অন্ধভাবে মুসলিম তার প্রমাণ
ইসলামের নামে এত দল, মুল দোষ কার?
৪| ২১ শে জুলাই, ২০১৬ রাত ১০:৫৫
আবু আনাছ বলেছেন: এত বাহবা দিয়ে তিনি কি করবেন?
বাহবা দিয়ে কি তিনি পানি খাবেন?
আর ইসলামে দলাদলি আছে, তার জন্য ইসলামের কোন দোষ না,দোষ হলো যারা ইসলাম পড়ে কিন্তু বুঝে না তাদের।
কমেন্ট এর জন্য ধন্যবাদ!
©somewhere in net ltd.
১|
২১ শে জুলাই, ২০১৬ রাত ১০:২৮
ইকবাল১৫০২ বলেছেন: ভাল বলেছেন। কোনটি ঠিক নাকি দুটোই বেঠিক সেটাইতো বুঝতে পারছি না?