![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চিরায়ত প্রথার শরীর ইন্সুরেন্স হয়ে গেছে "আপোষ-আপোষ" শিৎকারের রতিচর্চায় লেখালিখি © সংরক্ষিত। ই-মেইলঃ [email protected]
ভাঙ্গন
একটি মেয়ে আকাশ আঁকে
আর একটি ছেলে উড়তে শেখে
এতে দোষ কি তবে
তবে দোষ কি এতে
বুড়ো খোকারা বান শেখেছে- ও সূর্য তুই পালা
রাবনকালো মেঘে আজ-হচ্ছি দিশেহারা।
ও থানায় ঢল নেমেছে
কুঁজো বেড়াল ইঁদুর ধরেছে।
একটি মেয়ে ছন্দ শেখে
আর একটি ছেলে ঘুঙ্গুর কেনে
এতে দোষ কি ভাতে
তবে দোষ কি চোখে
চালসের যদিওবা বুদ্ধিজীবি - ও বই খাতা পুড়ে যা
মৌনব্রতী পাহাড়াকাশে আগুন - জুমের ছাই উড়ে যা
ও পাড়ায় রঙ লেগেছে
করতলে যুবতী রাত নাচে।
একটি মেয়ে রান্না করে
আর একটি ছেলে ঘাষ বুনে
এতে দোষ কি মাঠে
তবে দোষ কি রাতে
আমাদের মিলনপথ অব্দি শুয়ে কি ক্লান্তিরা
দেখ দরজার হাতল হারিয়ে উড়ে যাচ্ছে রোদঁদেরা
ও সুইচটার ছোঁয়ায় বরং লজ্জাবতীরাতটা
শুনো কারো দোয়ায় আমি রাবন হবোনা।
-----আল্লাইয়ার। (১৬-০১-২০১৩)
১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৯
আমি ও আমরা বলেছেন: ক
২| ২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৭
মাসুম আহমদ ১৪ বলেছেন: এইটা হার্ডরক লিরিক হৈছে
৩| ০৮ ই জুন, ২০১৩ দুপুর ২:০৩
উত্তরাধিকার বলেছেন: হ্যালো,
আমি উত্তরাধিকার বলছি।
কেমমন আছিস তুই?
সময় পেরিয়েছে অনেকখানি - আজ পুরনো স্মৃতি ঘেটে তোকে মনে পড়লো...
আমি মেইল করবো দেখি...
ভালতো সব...?
©somewhere in net ltd.
১|
১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৭
অদৃশ্য বলেছেন:
অনেকদিন পর আপনার একটি সুন্দর লিখা আবার পড়া হলো.... সেই সাথে আপনাকে এখানে দেখতে পেয়েও ভালো লাগলো...
শুভকামনা....