নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আল্লাইয়ারের কবিতা

আমার হাতদুটো পা হয়ে গেলে আর পা হাত; তাহলে কি তুমি করমদর্নের সজ্ঞাটা পালটে দিবে

আমি ও আমরা

চিরায়ত প্রথার শরীর ইন্সুরেন্স হয়ে গেছে "আপোষ-আপোষ" শিৎকারের রতিচর্চায় লেখালিখি © সংরক্ষিত। ই-মেইলঃ [email protected]

আমি ও আমরা › বিস্তারিত পোস্টঃ

শিরোনামহীন- (হুমায়ুন আহমেদ চরনেষু)

১৯ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৩৪

শিরোনামহীন- (হুমায়ুন আহমেদ চরনেষু)



একজন হুমায়নআহমেদ কে নিয়ে তার বেঁচে থাকা সময় ও তার গত হবার পর ও আমি কিছু লিখতে পারিনাই!!।

মাঝে সাঝে আমার নিকট লোক ও ছাত্র-ছাত্রীদের বলতাম তার সম্পর্কে, কিছু কিছুসমালোচনাও করতাম;

কেননা তিনি মানুষ।

তবে সাধারনভাবে আমি তাকে কোন বিশেষণেরআওতাভূক্ত করতে পারিনাই।

হয়তো তার জন্যই লিখা শুরুর প্রথম চরনেই এমনটা আফসোস তৈরীহলো।



কিন্তু আজ একটাব্যাপার খুব ভালোভাবে আমি নিজের মাঝে উপলব্ধি করছি।



এই কার্বন রংগা রাজপথ পেড়িয়েঘরের বুকে ঘুমাতে গেলে- যার দূরত্ব যতটুকুন সময়; এই সাপের গতির এককে



আমার তাকেই লাগে



কাগজে তাকে নিয়ে কোন লিখা দেখে গতির দরজা থেকে ছিটকে পরি।

মোচর দিয়ে গোঙ্গায় সুন্দরী মনসা।

আমি নিজের মাঝেই নিজে ঘুমিয়ে যাই।

শুয়া পঙ্খীঘুমে উড়ে-উড়ে যায়।

পর্দার রঙ থাকে সাদামেঘমালা।



-----

আল্লাইয়ার

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ৮:৫২

পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: পড়ার আহবান জানাই

সাহিত্যিকের মৃতু এবং আমাদের গদগদে আবেগ

Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.