নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চাঁদপুর সদর কচুয়া উপজেলার অন্তর্গত পূর্ব তেতৈয়া গ্রামে ১৯৮১ সালের পহেলা জানুয়ারীতে জন্ম গ্রহণ করেন। বর্তমানে সৌদি আরবের রিয়াদ শহরের আইটি ডিপার্টমেন্টে কর্মরত আছেন। শৈশব থেকেই সাহিত্যিক অঙ্গনকে নিয়ে লেখালেখির চেষ্টা করে।

মনিরুজ্জামান জীবন @

মনিরুজ্জামান জীবন @ › বিস্তারিত পোস্টঃ

✍ তুমি ভালোবাসার কঠিনতম পাথর ✍

২০ শে জানুয়ারি, ২০১৬ ভোর ৫:২২

তুমি হলেই আমার বিভীষিকাময় চোখের মনিটরের পোকা,
তুমি তুমুল মাঝে মাঝে তুচ্ছতাচ্ছিল্য বুঝেও না বোঝার ধরো ভান,
যখন তখন চোখে চালাও আক্রমণ।
জলাশয় জল ঝরাও অবিরত
স্পর্শ অনুভূতিতে বাড়াও এ দেহের ক্ষত।
আমায় ভালোবেসে হয়েছ তুমি কঠিনতম পাথর,
বাহিরের ক্ষত দেখেও হও না তুমি কখনো কাতর।
আবেগাপ্লুত অনুভূতি এখন শুধুই গল্প
প্রজাপতি মন ভালবাসা হলো কল্প।
জেনেও যে পোকারা জানেনা নিষেধাজ্ঞা মানেনা।
এ বলে ও বলে, চোখ কেনো ছলছলে?
মনে হয় পরেছে পোকা,
আমাকে দিয়ে ধোঁকা।
চোখ দুটো তো লাল টকটক?
পোকারা মিটিয়েছে যে তাদের শখ।
ফের প্রশ্নে জর্জরিত
পোকা পড়লে তো এক চোখেই পড়ত?
পোকারা তোরা বদ অতি
আমার ইমোশনালের কেন করো ক্ষতি?
কি যে করি, ভীষণ জ্বালা
বলি কি করে যে চোখে পড়েছি দু:খমালা।
ঝরছে যখন জল ঝরতে দেই
গহিন হৃদয়ে পোকাদের অতি আপন করে নেই।
আর কেউবা বুঝুক না বুঝুক
চোখের অশ্রুবিন্দু খুঁজুক না খুঁজুক।
আমি তো জানি আমার কথা
পোকারা বুঝে আমার ব্যথা।
পোকারা যখন তখন কেনো চোখে পড়িস
কান্না হয়ে কলকলিয়ে জল বরিষ।
চোখে পরে বানাস তীব্র নদী
স্রোতের টানে কিছুটা দু:খ ভাসে যদি ।
ভুলেও পড়িস না এক চোখে
চোখটি আমার মারা যাবে অধিক শোকে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৪

মনিরুজ্জামান জীবন @ বলেছেন: বাঁধ ভাঙার আওয়াজ, ব্লগ গ্রুপের সকল সাহিত্যিক অঙ্গনের কবি নন্দনকে। আমার লেখা কবিতার পাতায় স্বাগতম ...ধন্যবাদ ও শুভেচ্ছা অনিঃশেষ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.