নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চাঁদপুর সদর কচুয়া উপজেলার অন্তর্গত পূর্ব তেতৈয়া গ্রামে ১৯৮১ সালের পহেলা জানুয়ারীতে জন্ম গ্রহণ করেন। বর্তমানে সৌদি আরবের রিয়াদ শহরের আইটি ডিপার্টমেন্টে কর্মরত আছেন। শৈশব থেকেই সাহিত্যিক অঙ্গনকে নিয়ে লেখালেখির চেষ্টা করে।

মনিরুজ্জামান জীবন @

মনিরুজ্জামান জীবন @ › বিস্তারিত পোস্টঃ

✍ পড়ালেখার নার্সারিতেই ✍

২৫ শে জানুয়ারি, ২০১৬ ভোর ৪:২৪

যখন আমি নার্সারিতেই পড়ি,
তখন ছিল হাতে প্রথম একটা খড়ি
আমি কে'জি তে যখন উঠি,
প্রথম মত চিনতে শিখি ঘড়ি।
ক্লাস ওয়ানে ছড়ার মেলা
ক্লাস টু - তে গল্প,
ক্লাস থ্রিতে শিখলাম এসে বাংলা সাহিত্য অল্পসল্প ।
এইভাবে পার করে দিলাম অষ্টমটাও
নবম - দশমস্থানে আমি এসে হলাম সিনিয়র।
নানান লেখক নানান বই আর নানান রকম পড়া
দূর চিন্তায় ফার্স্ট ইয়ারে ভীষণ ভাবে খেয়ে গেলাম ধরা ,
ল্যাব,কোচিং আর টেস্ট পেপারের গুনছি কত টাকা
সকাল সন্ধ্যা পড়ার চাপে কোমর হয়েছে বাঁকা ।
পরীক্ষার শেষ না হতেই মনের ভেতর ফিয়ার,
ভয় ভিতির চোটে বসে বসে ফেলছি শুধু টিয়ার।
বড়ই অভাব ভর্তি সিট এর কেমনে করি পাশ,
মানুষ ভালো রেসাল্ট নিয়েও ফেলছে যে দীর্ঘশ্বাস ।
বাঁধা ছিল নিছক ছকে পরীক্ষার এই ছক
আমি রেসাল্ট পেয়ে ভীষণ খেয়ে গেলাম শক ।
আমি গুটি গুটি পায়ে ভর্তি হলাম শেষে
আমি পেলাম নতুন জীবন ব্র্যাক-ইউ_তে এসে ।
সেমিস্টারের শুরু হতেই যায় যে হয়ে শেষ,
আমি পড়ালেখার চাপে চ্যাপ্টা এখন বেশ।
বুঝতে না বুঝতেই হলো আমার ৩ টি বছর শেষ,
ফোর্থ ইয়ারে এসে দেখি বিশাল বইয়ের সার।
কুইজ আর হাসি-ঠাট্টার ,এ্যাসাইন্মেট এর ভার
কমছে আমার দিনে দিনে সিজিপি এর হার ,
আমার এতকিছুর পরেও পড়তে যে চায় মনে
ভাবি আমি নিজের মত বসে ঘরের কোণে।
দিলাম মেলে ইচ্ছেডানা ছোট্ট পাখির মত
সবচেয়ে ভালো পড়ালেখা যে যাই বলুক যত ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.