নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চাঁদপুর সদর কচুয়া উপজেলার অন্তর্গত পূর্ব তেতৈয়া গ্রামে ১৯৮১ সালের পহেলা জানুয়ারীতে জন্ম গ্রহণ করেন। বর্তমানে সৌদি আরবের রিয়াদ শহরের আইটি ডিপার্টমেন্টে কর্মরত আছেন। শৈশব থেকেই সাহিত্যিক অঙ্গনকে নিয়ে লেখালেখির চেষ্টা করে।

মনিরুজ্জামান জীবন @

মনিরুজ্জামান জীবন @ › বিস্তারিত পোস্টঃ

✍ তুমি শ্রেষ্টত্বের শ্রেষ্ঠতা জীবন নদী ✍

২৫ শে জানুয়ারি, ২০১৬ ভোর ৪:৪৩

তুমি আমার শ্রেষ্টত্বের জীবন নদী -
হয়তো বা কোন এক বিষাদ সাগরের।
তুমি ফিরবে কোন একদিন হয়তো
নীলিমায় হারানো কোন এক নিষ্প্রভ বেলায়।
নতুবা কোন এক নন্দিত নবীনা রূপে হেমন্তে,
বা এক নতুন দিনের নির্মল খোলা হাওয়ায়।
তুমি নিজেকে সাজিয়ে গুছিয়ে পছন্দ মনের মতন
ধুপ চন্দনে দিবানিশি করিয়া যতন ।
অথবা কোন এক শ্রাবণের দিনে অহরহ ঝরা
ঘন কাল মেঘ বৃষ্টির মুহু মুহু নির্ঝর খেলায়।
তুমি অঞ্জলীপুস্প রুপে করিয়াছো দান, ধীরে,
আলো আঁধারিতে নদীর সত্ত্ব
বিষাদ সাগরের বহু গভীরে।
তোমার কপালের ঐ লাল টিপ
জানো, শুধু আমার ভালবাসার রক্তে লাল।
এ হৃদয় ক্ষয়ে যায়, ক্ষয়ে যায় প্রবাল
যেমনি, তেমনি শুধু বেদনা বিধুর।
তুমি ফিরবে কোন এক রাতে পূর্ণিমার ভরা জোছনায়।
তুমি ফিরবে জানি বহুদিন পরে হয়তো বা হাজার বছর পরে।
নয়তো বা কোন এক বসন্তে - নিঃস্ব হৃদয়ে ???

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.