নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চাঁদপুর সদর কচুয়া উপজেলার অন্তর্গত পূর্ব তেতৈয়া গ্রামে ১৯৮১ সালের পহেলা জানুয়ারীতে জন্ম গ্রহণ করেন। বর্তমানে সৌদি আরবের রিয়াদ শহরের আইটি ডিপার্টমেন্টে কর্মরত আছেন। শৈশব থেকেই সাহিত্যিক অঙ্গনকে নিয়ে লেখালেখির চেষ্টা করে।

মনিরুজ্জামান জীবন @

মনিরুজ্জামান জীবন @ › বিস্তারিত পোস্টঃ

""তুমি শ্রেষ্ঠত্বের ভিন্নরূপী অনন্য""

২৫ শে জানুয়ারি, ২০১৬ ভোর ৪:৫৮

তুমি শ্রেষ্ঠত্বের ভিন্নরূপী অনন্য
নীলাকাশের সৃষ্টির অপূর্ব সমাহার
তোমার মাঝে “ওগো অনন্যা”
অনন্য নামের মতই ভিন্নরূপী তুমি
হয়না তোমার কোন তুলনা।
তুমি শীতের সকালে ঘাসের উপর পড়া
মুক্তকণা শিশির বিন্দু,
তুমি এই পৃথিবীর মেরুদন্ড জুড়ে আলোকিত করা
সূর্যের ভালবাসার সিন্ধু।
তুমি ঐ বাগানের গোলাপের পাপড়ির গায়ে
হেমন্তের ভোরের কুয়াশা,
তুমি ঐ বসন্তের বাগানে সদ্য ফোঁটা
হাজারো ফুলের ভালবাসা।
তুমি ঐ গভীর রাতে আকাশের বুকে
জেগে থাকা চাঁদের জ্যোৎস্না,
তুমি ঐ হৃদয়ের মন্দিরের সর্বাঙ্গ জুড়ে যেন
প্রকৃতির কাঙ্ক্ষিত কামনা।
তুমি ঐ শত মনের শত বনে আঁকা
শত সাধনার কোন জলছবি,
তোমারই মহিমায় দিশেহারা হয়ে
কত কবি লিখে চলেছে কত কবিতা।
তোমারি শ্রেষ্ঠত্বের সঙ্গী হতে
চলেছে কত মন ভেসে,
তোমারই ভালবাসার ব্যস্ততায়
জীবন ভরাবে কেউ ভালবেসে।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.