| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মা তুমি কাঁদছো কেন
যুদ্ধের বিদায় আমায় দিতে,
সালাম বরকত রফিক জব্বার
ডাকছে যে মা আমায়
যেতে হবে যুদ্ধে।
তোমায় ভালোবাসি বলেই মাগো
ভালোবাসি মোদের মাতৃভূমি ,
মোদের জন্ম ভূমিতে যে দিয়েছে ঠাঁই
সেই আমার জন্ম দাতা মাতাকেই
এক সাগর রক্তের বিনিময়ে
এইদেশকে শুত্রুমুক্ত করতে চাই ।
তুমি এখনো কাঁদছো মাগো ?
বিদায় আমায় দাওনা তুমি হেসে
পথে আমার যা হবার হবে মাগো
বীর মুক্তি যোদ্ধাদের রুপ নিতে ।
করছি আমি শপথ সত্যি মাগো
পা'দুখানি ছুঁয়ে তোমার ,
যুদ্ধ করবো মরন বাজি রেখে
দেশকে শত্রুমুক্ত করতে ।
তুমি এখনো কাঁদছো মাগো ?
বিদায় দাওনা হেসে ,
আসবো আমি বীরের বেশে
বিজয়ের পতাকা হাতে নিয়ে।
©somewhere in net ltd.