নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চাঁদপুর সদর কচুয়া উপজেলার অন্তর্গত পূর্ব তেতৈয়া গ্রামে ১৯৮১ সালের পহেলা জানুয়ারীতে জন্ম গ্রহণ করেন। বর্তমানে সৌদি আরবের রিয়াদ শহরের আইটি ডিপার্টমেন্টে কর্মরত আছেন। শৈশব থেকেই সাহিত্যিক অঙ্গনকে নিয়ে লেখালেখির চেষ্টা করে।

মনিরুজ্জামান জীবন @

মনিরুজ্জামান জীবন @ › বিস্তারিত পোস্টঃ

✍ মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর ✍

২৫ শে জানুয়ারি, ২০১৬ ভোর ৫:২১

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ,
এ বিজয় দিবসটি থাকে পড়ে ষোল কোটি বাঙালির
ইতিহাসের পাতায় বদ্ধ ঐ ১৬ই ডিসেম্বরে,
১৬ ডিসেম্বর বাঙালি জাতির অর্জিত অহঙ্কার,
বাংলা মায়ের এ বিজয়কে রাখবো মোরা সমুন্নত
ষোল কোটি বাঙালি এ-হোক মোদের অঙ্গিকার।
উনিশ শো একাত্তরে হয়েছিলো সাড়ে সাতকোটি
বাঙালি ঐক্যবদ্ধ ,লাল-সবুজের এই পতাকা
লাখ শহীদের রক্তে আঁকা,
শুরু হয়েছিলো ২৬মার্চ থেকে ৯মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ।
লক্ষ প্রাণের বিনিময়ে তোমার নামটি লেখা,
অন্ধকারের মাঝে তুমি প্রদীপ জ্বাললে একা।
ত্রিশ লক্ষ শহীদের বুকের তাজা রক্ত দিয়ে স্বাধীনতার বিসর্জন,
পাকিস্তান বাহিনী হানাদার অবশেষে করলো আত্মসমর্পণ।
তোমার আশে বীর বাঙ্গালী রণাঙ্গনে গেল,
বুকের তাজা রক্ত দিয়ে বিজয় তোমায় পেল।
বিজয় তুমি এদেশবাসীর প্রাণের দাবীখানি,
তোমায় নিয়ে হাজার কবি লিখেছে মধুর বাণী।
পাকিস্তানী হানাদার সেদিন বাঙালিদের কাছে
করেছিল শীর অবনত,
প্রতিষ্ঠালাভ করেছিল বাংলাদেশ, স্বাধীন সার্বভৌমত্ব।
তুমি মুক্তি তুমি স্বপ্ন বাংলা মায়ের প্রাণে,
হাজার জনম রবে বেঁচে কবিতা আর গানে।
এই পতাকায় জেগে উঠে নয়টি মাসের গল্প,
পাক সেনাদের করতে ঘায়েল জীবন দেয়নি অল্প!
এই পতাকায় মিলে আছে গোলাপ-জবা রক্ত,
ভালোবাসার মিনার গড়ে মাটির ছিলো ভক্ত।
লক্ষ কোটি মুক্তি জনতা সেইদিন খালি হাতে দাঁড়িয়েছিল রুখে,
নিজের জীবন রেখে বাজি ঝাঁপিয়ে পড়েছিল পাষান বেঁধে বুকে।
এই পতাকায় পাই যে খুঁজে বীর শহীদের মান,
আকাশ সমান হৃদয়কাড়া মানবতার গান।
লাল-সবুজের এই পতাকা রক্ত ঘামে কেনা,
তাদের কাছে দেশ জনতার আছে হাজার দেনা।
৫৬হাজার বর্গ মাইল এনেছে স্বাধীন বাংলার সীমারেখা।
আজ মুক্তিযুদ্ধের বিজয়ে আমরা অর্জিত স্বাধীন বাংলাদেশের জনগণ;
ষোল কোটি বাঙালি পেরেছি কি ৪৪বছর পরেও তাদের স্বপ্ন পূরণ?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.