নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চাঁদপুর সদর কচুয়া উপজেলার অন্তর্গত পূর্ব তেতৈয়া গ্রামে ১৯৮১ সালের পহেলা জানুয়ারীতে জন্ম গ্রহণ করেন। বর্তমানে সৌদি আরবের রিয়াদ শহরের আইটি ডিপার্টমেন্টে কর্মরত আছেন। শৈশব থেকেই সাহিত্যিক অঙ্গনকে নিয়ে লেখালেখির চেষ্টা করে।

মনিরুজ্জামান জীবন @

মনিরুজ্জামান জীবন @ › বিস্তারিত পোস্টঃ

✍ আমি দু-হাত বাড়িয়ে ✍

২৬ শে জানুয়ারি, ২০১৬ ভোর ৫:৪৩

আমি দু-হাত বাড়িয়ে তোমারি অপেক্ষায় ছিলাম
আসেনি ঘুম চোখের মণিকোঠায় সারারাত,
তোমাকেই নিয়ে ভাবছিলাম বসে বসে প্রহর রাত।
তুমি আসবে কখন হিমালয় পর্বত ফেরিয়ে আমার তাজমহল প্রসাদে
আমার দুচোখের, দৃষ্টিকোণ ছিল দূরে, তুমি এলেনা সেদিন,
তুমি ছিলে মিথ্যুক ছলনাময়ী, তাই সে রাতের প্রহরে আমি কেঁদে ছিলাম।
তুমি ছিলে আমার স্বপ্ন রাজ্যের রূপের রূপ মানসী
আমি হৃদয়ের ব্যানারটিতে এঁকেছিলাম তোমার কত না ছবি,
অথছ তুমি ছিলে যে এক সর্বনাষী, বুঝিনি সেদিন. এবং বুঝতেও পারিনি।
যে তুমি ছিলে প্রভাতের এক বিভ্রান্ত রবি, তোমার আছে রূপ , আছে কথা।
আমি দূর থেকে তোমাকে ভালবাসবো সে নীড়
কিভাবে যাবো হেথায়? চোখ দৃষ্টিকোণ ভীষণ ভীড়,
শৈশব ও কৈশোর বেলার ছোট ছোট অতীত কী করে ভুলি?
তবুও ক্ষত বিক্ষত হৃদয়ে ফোঁটে বসন্তে ফুলের কলি
আমি এখনো মাঝে মাঝে অনেক খবরের অপেক্ষায়,
এ দুটি কান পেতে শোনার আশায় চেয়ে আছি পথ...
তোমার দেয়া সেই কথাগুলো রক্ষায়, নিয়েছি আমি কঠিন শপথ।
এখনো প্রতিটি প্রহর তোমাকে দেখার অপেক্ষায়, চলেছি গুনে অবিরত দিন।
আমি বিক্ষত হয়ে গেছি তোমার শিক্ষায়, করবো নাকো আর তোমায় মলিন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.