নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চাঁদপুর সদর কচুয়া উপজেলার অন্তর্গত পূর্ব তেতৈয়া গ্রামে ১৯৮১ সালের পহেলা জানুয়ারীতে জন্ম গ্রহণ করেন। বর্তমানে সৌদি আরবের রিয়াদ শহরের আইটি ডিপার্টমেন্টে কর্মরত আছেন। শৈশব থেকেই সাহিত্যিক অঙ্গনকে নিয়ে লেখালেখির চেষ্টা করে।

মনিরুজ্জামান জীবন @

মনিরুজ্জামান জীবন @ › বিস্তারিত পোস্টঃ

✍ সৌন্দর্যের টিউলিপ বাগান ✍

২৬ শে জানুয়ারি, ২০১৬ ভোর ৫:৪৬

আমি হিমালয় পর্বত দেখিনি,
কিন্তু আমি দেখেছি তোমার
সৌন্দর্যের টিউলিপ বাগান।
তোমারই স্পর্শে সৌন্দর্যময় ফুল গুলি,
ঝরে পড়ে ভালবাসার বাগানবিলাসে।
তোমারি অস্তিত্বে প্রেমানন্দে দৃষ্টিসুখ ঝরে
তোমার চোখের দৃশ্যর দৃষ্টিকোণে,
দৃষ্টান্তসহকারে আঁখি দৃশ্য নাহি'বা পড়ে।
আমি মুগ্ধ হয়েছি তোমার স্নিগ্ধ যৌবনসুলভে
আমি সৌরভময়ী সুগন্ধি মিশিয়েছি,
তোমার অঙ্গে আমারি মনেরগহন।
ফুলের সৌরভ ভালবাসার গৌরব,
চিরদিন স্থায়ী থাকে ক্ষত বিক্ষত হৃদয়ে!
সুন্দর তুমি কোমল সৌরভ পদ্মফুল
তুমি অপরূপ সৌন্দর্যের স্নিগ্ধ অবয়ব।
তুমি লাবণ্যময়ী মাধবীলতা সম্মোহীনি,
তুমি অনন্য দিগন্ত সুনয়না হৃদয় হারিণী।
তুমি উজ্জ্বল সুদ্বীপ্ত বিকেলের সুরেলা হাওয়া
তুমি সুন্দরীতমা আমার প্রিয়া।
তোমার ভালবাসার বিহনে আমি পাগলপারা
আমি তোমার-ই পরশে বাঁধন হারা।
হৃদয় নীলাকাশে তুমি দীপ্ত তারা
তুমি পৃথিবীর আলোকিত ধন্য ধরা।
তুমি অপার চির সবুজে হাওয়ার নাচন
তুমি নরম হাতের স্পর্শে স্বর্ণ কাঁকণ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.