![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেলিম জাহাঙ্গীর যে দ্যাশে নাই জীন মরণরে আমার মন ছুটেছে সেই দ্যাশে গুরু লওনা আমায় তোমার সে দ্যাশে
নষ্ট পেনড্রাইপ কি ঠিক করা যায়। যদি নষ্ট পেনড্রাইপ ঠিক করার কোন পদ্ধতি কারো জানা থাকে তবে দয়া করে হেল্প করবেন প্লিজ?
২| ২১ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪
আমি হনুমান বলেছেন: উপায় থাকার কথা না
৩| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:২৪
মো: আতিকুর রহমান বলেছেন: আপনার পেনড্রাইভ যদি ফুল ডেড হয়, মানে পিসিতে লাগানোর পর কোন রেসপন্স না দেয়। সে ক্ষেত্রে ঠিক হওয়ার ছোট একটা চান্স থাকে।
পেনড্রাইভের ভিতরে ২/৩ টা আইসি এবং কয়েকটা ছোট কম্পোনেন্ট থাকে । এগুলা অনেক সময় আঘাত জনিত কারনে নড়ে যায়। মানে খুব সুক্ষ ভাবে এগুলার ঝালাইয়ে ফাটল ধরে। যার জন্য লুজ কানেকশন হয় এবং সেটা অকেজ হয়ে যায়। এই লুসকানেকশন দূর করতে আপনাকে হট গান ব্যবহার করে সম্পুর্ণ সার্কিট বোর্ডটা পেস্ট রজন দিয়ে হিট দিতে হবে। তাহলে যেসব ঝালায়ে ফাটল ধরা থাকবে সেগুলা ঠিক হয়ে যাবে। হট গান হচ্ছে এমন একটা মেশিন যেটা বাতাসের মাধ্যমে হিট দিয়ে ঝালাই করতে পারে। আমার একটা ৮ GB পেনড্রাইভ এভাবে ঠিক করেছি। এখনও সেটা ব্যবহার করি।
যদি কোন কম্পোনেন্ট নষ্ট হয়ে যায় তাহলে এটা বাতিল তখন কিছু করার নাই।
আর যদি পেনড্রাইভে রেসপন্স থেকে থাকে তাহলে এসব করার আগে নেট ঘেটে দেখুন কিছু সফটওয়ার পাওয়া যায় যেগুলা দিয়ে পেন্ড্রাইভ ঠিক করা যায়। ।
©somewhere in net ltd.
১|
২১ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪
যোগী বলেছেন: পেনড্রাইভ সলিডস্টেট ডিভাইস তাই এটা ঠিক করার কোন উপায় থাকার কথা না।