![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেলিম জাহাঙ্গীর যে দ্যাশে নাই জীন মরণরে আমার মন ছুটেছে সেই দ্যাশে গুরু লওনা আমায় তোমার সে দ্যাশে
তুমি আমার অনেক আপন
তায় আপনারে লয়ে আমি তুষ্ট।
নিম তিক্ততা মিষ্টতা এনে দেয়
তোমার মুখের একরাস হাসি।
তুমি আছো বলেই পৃথিবী তার
কক্ষপথের চারিদিকে ঘোরে;
কেবল একবার প্রদক্ষীণ করে তোমাকে,
তুমি যে ঈশ্বর কনার সেই জ্যোতি;
আমি সেই জ্যোতির অতন্ত্র প্রহরী।
#
২| ০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ১০:৩১
জোৎস্নাআলো বলেছেন: তুমি যে ঈশ্বর কনার সেই জ্যোতি;
আমি সেই জ্যোতির অতন্ত্র প্রহরী।
©somewhere in net ltd.
১|
২৩ শে জুন, ২০১৪ বিকাল ৫:৫১
বিদ্রোহী ভৃগু বলেছেন: কবি মজিদ মাহমুদের ভাষায়
আমি যতবার ইশ্বরকে ডাকি
মাহফুজা সামনে এসে দাড়ায়!!!!!!!!!
কিংবা
মাহফুজাকে নেড়েচেড়ে দেখি
আমার ইবাদত হয়ে যায়!!!!!
.......
মাহফুজানং স্মরনং গচ্ছামি!!!!!!
আরও অন্য উপমায় .. হিন্দি সিনেমায় নানার একটা এই অনুভবের কাব্য ছিল...
ক্যায়ছে বাতাও তুমে তুম মেরে লিয়ে কৌন হো..
তুম চাহাত হো মেরি, তুম ইবাদাত হো মেরি
মেরে লিয়ে তুম ভগবান হো..
ক্যায়সে বাতাও তুমে মেরে লিয়ে তুম কৌন হো!!!!
এই জাতীয়.. বেশ বড়সড়...
অর্থটা অনেকটা এমনই বোধহয়....
কি করে বলি তোমায় তুমি আমার কি হও
তুমি আমার কামনা, তুমি আমার কর্ম
আমার জন্য তুমি ইশ্বর
কি করে বলি তোমায় তুমি আমার কি হও?????