![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেলিম জাহাঙ্গীর যে দ্যাশে নাই জীন মরণরে আমার মন ছুটেছে সেই দ্যাশে গুরু লওনা আমায় তোমার সে দ্যাশে
গত ৩ মার্চ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি কার্ভার ভ্যানে ছোড়া পেট্রল বোমায় পুড়ে অঙ্গার হতে হয়েছে শিপন নামের একজন চালককে। তার সহকারীর শাকিল এর অবস্থাও আশঙ্কাজনক। এভাবে শত্রুর মৃত্যুও কেউ কখনো কামনা করে বলে মনে হয় না। আমাদের মনুষত্ববোধটা আজ কোথায়? আমর কি তাহলে পশুত্বে পরিণত হয়েছি? আমরা কোন পথে যাচ্ছি, কোন গন্তব্যে চলেছি? এই ছবিগুলো সত্যি মনে নাড়া দেয়।
©somewhere in net ltd.