নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দহণ

মনসুর আলী

আমি তাই করি ভাই যখন চাহে এ মন যা’,

মনসুর আলী › বিস্তারিত পোস্টঃ

দৈনিক খোলা কাগজে প্রকাশিত আমার একটি লেখা

০২ রা অক্টোবর, ২০১৬ সকাল ৯:০৬

ইন্টারনেটের মেয়াদ থাকবে কেন?

জিপি কোম্পানীর ওয়ান জিবি ইন্টারনেটের দাম ৮৯ টাকা । মেয়াদ ৭ দিন । আমার ভিতরে একটা প্রশ্ন চিৎকার করছে আমার ঘামের টাকায় কেনা ইন্টারনেটের মেয়াদ থাকবে কেন? এই সময়টা হবে আনলিমিটেড ।৭দিন ১৪ দিন ৩০দিন এই রকম ফিক্স মেয়াদ কেন?যতদিন আমি এমবি শেষ না করব ততদিন মেয়াদ থাকবে । কারণ এটা আমার টাকায় কেনা ।নিজের টাকায় সম্পত্তি কিনলে কি মেয়াদ থাকে? নাকি সারাজীবনের জন্য আপনার হয়ে যাবে ?তাহলে আমার টাকায় কেনা এমবির মেয়াদ থাকবে কেন?এটা তো ঔষধ বা খাবার নয় যে পঁচে যাবে।এব্যপারে ব্যবস্থা নিতে তথ্য মন্ত্রণালয়ের সুদৃস্টি কামনা করছি।
মনসুর আলী
অরুয়াইল বাজার
ব্রাহ্মণবাড়ীয়া

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০২ রা অক্টোবর, ২০১৬ সকাল ৯:২৬

নির্ঝরের_স্বপ্ন বলেছেন: মেয়াদ থাকবে কারণ ঐ ডাটা জিপি মাগনা পায়নি। ঐটাও তার পরিশ্রমের পয়সায় কেনা। আনলিমিটেড অফারও তো সে দিয়েছে। প্রতি কেবি ২ পয়সায় আপনি ৩০০ টাকার ডাটা কিয়ামত পর্যন্ত উপভোগ করতে পারবেন কোন প্যাকেজ একটিভেট না করেই। সেক্ষেত্রে ১ জিবির দাম পড়বে ৫০০ টাকা। ৮৯ টাকায় ৫০০ টাকার সুবিধা ভোগ করতে চাওয়াটা তো ঠিক না!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.