নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মন্ত্রক

আমি আমার দেশের জন্যে

মন্ত্রক › বিস্তারিত পোস্টঃ

খালেদা জিয়া ইংরেজী জানেন?

৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৬

আমার জানা মতে খালেদা জিয়া আন্ডার মেট্রিক। তার ইংরেজী জ্ঞান খুবই দুর্বল। এমনকি বিদেশীদের সাথে তিনি শুধু হাসিমুখে ইয়েস নো ভেরি গুড ছাড়া আর কিছুই বলতে পারেন না। আমাদের দুর্ভাগ্য এনরকম একজন অল্প শিক্ষিত নারী এই দেশের প্রধানমন্ত্রী ছিলেন। এটা অবাক হবার বিষয়। কিন্তু এর থেকেও বেশি অবাক হলাম, যখন খালেদা জিয়া ইংরেজীতে কলাম লেখা শুরু করলেন- দেখুন









মূল আর্টিকেল-

মন্তব্য ২৪ টি রেটিং +০/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫০

দায়িত্ববান নাগরিক বলেছেন: ব্যাপারটা আসলেই হাস্যকর। যাই হোক থ্যাংকস ! কলামটা পড়ব। মিথ্যাচারের নমুনা জেনে রাখা দরকার।

২| ৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৩

দায়িত্ববান নাগরিক বলেছেন: Click This Link

এই ইংরেজি খালেদা জিয়া লিখলে আমাদের ক্লাস টেনের বেশি পড়ার দরকার নাই। অযথা সময় নষ্ট করছি। ;) ;)

৩| ৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৩

কান্টি টুটুল বলেছেন:

"আমাদের দুর্ভাগ্য এনরকম একজন অল্প শিক্ষিত নারী এই দেশের প্রধানমন্ত্রী ছিলেন"
==========================================
ইংল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জন মেজরও তো আট কেলাস পর্য্ন্ত পড়ছে তাতে বৃটিশ রা কি নিজেদের দুর্ভাগা মনে করে?

৪| ৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০১

htusar বলেছেন: কািন্ট টুটুল বলেছেন:

"আমাদের দুর্ভাগ্য এনরকম একজন অল্প শিক্ষিত নারী এই দেশের প্রধানমন্ত্রী ছিলেন"
==========================================
ইংল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জন মেজরও তো আট কেলাস পর্য্ন্ত পড়ছে তাতে বৃটিশ রা কি নিজেদের দুর্ভাগা মনে করে?

আপনি সহজ জিনিসটাই ভুলে গেছেন। জন মেজর এর মাতৃভাষা ইংরেজি। অনাকে ইংরেজি আমাদের মত শিখতে হয় নাই। একজন অশিক্ষিত লোকও তার মাতৃভাষায় মনোভাব সুন্দর করে বলতে পারবে। খালেদা জিয়া তার মাতৃভাষা বাংলা খুব সুন্দর করে বলেন, কিন্তু তার ৮ পাস জ্ঞ্যান দিয়ে তিনি নিশ্চয় ইংরেজি অত ভাল বলেন না। আর জন মেজর ও তার মাতৃভাষা ছাড়া অন্য ভাষায় নিশ্চয় এরকম ভাল বলতেন না। দুইটা সম্পূর্ণ দুই রকম।

৫| ৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৩

আমি ভোরের আলো বলেছেন: দুর্জন বিদ্যান হলেও পরিত্যজ্য

৬| ৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৩

অলিভার বলেছেন: অবাক করলেন ভাই, ইংরেজি কাগজে লেখা প্রকাশ করতে হলে ইংরেজি জানার কোন আবশ্যকতা থাকলে তো অই পত্রিকাটিই ছাপাতো না। বাংলায় লিখে পাঠালেও ওদের তো ট্রান্সলেটর আছে। আমাদের দুই প্রধান নেত্রীর লেখা ছাপাতে যে কেউ আগ্রহ দেখাবে। উনার প্রাতিষ্ঠানিক শিক্ষা কম থাকতে পারে কিন্তু তিনবারের প্রধানমন্ত্রীর অভিজ্ঞতাটাকে খাটো করে না দেখলেই কি নয়? এসব কথা তো ভারতের লালু অথবা মোদি' রা বলে !

৭| ৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৩

িফেরাজ আহেমদ ভুইয়া বলেছেন: ইংরেজি শিখতে হলে খুব বেশি মেধাবী বা অনেক বেশি পড়াশোনা করা লাগে না । আপনি ভালো একটা পরিবেশে থাকলে অটোমেটিক ইংরেজি বলতে বা লেখতে পারবেন । খালেদা জিয়া বেশিদূর পড়াশোনা না করলেও তার চলাফেরার পরিবেশ ছিল ইংরেজি বান্ধব ।

৮| ৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৪

আবিরে রাঙ্গানো বলেছেন: ব্যাপারটি এমন হতে পারে না যে উনি বাংলায় বলেছেন কেউ ইংরেজিতে অনুবাদ করেছে?

আমাদের দুর্ভাগ্য এনরকম একজন অল্প শিক্ষিত নারী এই দেশের প্রধানমন্ত্রী ছিলেন। --- কেন বর্তমান প্রধানমন্ত্রীকে আপনার কোন দিক দিয়ে খালেদার চেয়ে যোগ্যতর মনে হয়?? শুধু ডজন খানেক পিএইসডি ডিগ্রি?? কিন্তু কথা বার্তা তো ঠিকই বস্তির বখাটে মহিলার মত। সেগুলি চোখে পড়ে না? আসলে আমরা সবার মাথায় ঘিলুর পরিবর্তে বিষ্ঠা, এজন্য একজনের শুধু দোষ ধরি অন্যজনের শুধুই গুন দেখি।

৯| ৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৬

চ।ন্দু বলেছেন: বক্তব্য খালেদা জিয়ার। তার বাংলা ডিক্টেশনকে কেউ খালেদা জিয়ার মন্ত্রণা পরিষদের কেউ একজন ইংরেজী অনুবাদ করে খালেদার সই সহ উক্তপত্রিকায় পাঠানো হলে তা ছাপা হয়েছে। এই সামান্য ব্যাপারটা লেখক কি বুঝেন নাই?

১০| ৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৭

মদন বলেছেন: আমি খালেদা-হাসিনার ডিগ্রি নিয়ে কথা বলছি না।
আপনি প্রাতিষ্ঠানিক ডিগ্রীকেই যদি একজনের যোগ্যতার মাপকাঠি ধরেন তাহলে বিলগেটস, স্টীভ জবস অথবা নজরুলকে বাতিলের খাতায় ফেলে দিতে হবে।

১১| ৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১০

হাবীব রহমান বলেছেন: মেট্রিকে মাত্র তিন বিষয় পাশ মেরেছিলেন। তবে উর্দূতে পাশ করেছিলেন। আর নাই বা বললান।
শেখ হাসিনার সঙ্গে তার তুলনা বোকামীই শুধু নয়, মূর্খতা।

১২| ৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৬

মন্ত্রক বলেছেন: স্টিভ জবস আর খালেদা জিয়া! এক পাল্লায় মাপলেন কীভাবে?

১৩| ৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৬

শোয়েব হাসান বলেছেন: প্রাতিষ্ঠানিক শিক্ষাই যে আসল শিক্ষাই না তার প্রমান শেখ হাসিনা আর খালেদা !

দু জনের রুচি ও কথা বার্তার মধ্যে আকাশ পাতাল পার্থ্যক্য

১৪| ৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৮

কান্টি টুটুল বলেছেন:

htusar @

যদিও ব্লগে আছেন ২ বছর ৯ মাস তবুও বলি আপনি আমার ৩ নং কমেন্ট আবার পড়েন।

১৫| ৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২০

বিডিট্রন বলেছেন: শেখ হাসিনার সাথে খালেদা জিয়ার তুলনা অবশ্যই মুর্খতা। বর্তমান প্রধানমন্ত্রী যে ভাষায় বক্তব্য দেন বাংলাদেশের আর কোন রাষ্ট্রনায়ক বা নায়িকা সে রকম কুৎসিত ভাষা বা অৎগভঙ্গি ব্যবহার করতে পারেননি। জয় বাংলা!!!!!!

১৬| ৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২১

আমরা তোমাদের ভুলব না বলেছেন: লেখক একজন রাজনৈতিক পেইড ব্লগার।
সবাই তার পোস্টগুলোর দিকে তাকালে ই দেখতে পাবেন।

১৭| ৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৪

কলাবাগান১ বলেছেন: স্টিভ জবস আর খালেদা জিয়া! এক পাল্লায় মাপলেন কীভাবে?

১৮| ৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৬

দেশপ্রেমিক পোলা বলেছেন: প্রথমত ইংরেজি পত্রিকায় কোনকিছু প্রকাশ করতে ইংরেজি জানা লাগে এই বুঝটি আপনি কোথায় পেয়েছেন? আপনিই চিন্তা করে দেখুনতো আপনি কতটা বোকা।

তাছাড়া মেট্রিকে ইংরেজিতে ফেল করে পরে ইংরেজি জানা যাবে না এমন কথাও বা কোথায় পেয়েছেন? আপনিই চিন্তা করে দেখুনতো ভালকিছু চিন্তা করার ক্ষমতা আপনার আছে কিনা?

বাকিটা শোয়েব হাসান বলেছেন: প্রাতিষ্ঠানিক শিক্ষাই যে আসল শিক্ষাই না তার প্রমান শেখ হাসিনা আর খালেদা ! দু জনের রুচি ও কথা বার্তার মধ্যে আকাশ পাতাল পার্থ্যক্য।

সবশেষে বলি: কািন্ট টুটুল কি বলেছেন আর htusar কি বুঝলো। এই হলো আমাদের ব্লগারদের অবস্থা। লেখকের দোষ দিই কিভাবে?

১৯| ৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৭

মুহাই বলেছেন: বিএনপি জামাত ফালতু আপনি তার চেয়ে ফালতু ।

২০| ৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪২

ম্যানিলা নিশি বলেছেন:

শুধু দুই নেত্রী না,আওয়ামী আর বিএনপি ভাবধারার ব্লগারদের মাঝেও যে একটা রুচি গত পার্থক্য রয়েছে সেটি ব্লগেও টের পাওয়া যায় ;)

অবশ্য আমার ধারণা ভুলও হতে পারে :)

২১| ৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৩

শহুরে আগন্তুক বলেছেন: আজাইরা পোস্ট।

২২| ৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১০

অচিন.... বলেছেন: আপনার মত লোকও যে ব্লগিং করে, আর তাতে পিঠচাপরানি মারে দুই চার জন। এটা কিন্তু সামু এবং সামুর ব্লগারদের দুর্ভাগ্য।

২৩| ৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৫

জ্ঞাতিবৈর বলেছেন: শুভেচ্ছা খালেদা জিয়াকে। রাজনীতিক, প্রধানমন্ত্রীর পর বিশিষ্ট কলামিষ্ট।

২৪| ৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২২

গাউস বলেছেন: লেখক , আপনার জন্য quiz...বলুনতো রবীন্দ্রনাথ যে গীতান্জলি কাব্যগ্রন্হর জন্য নোবেল প্রাইজ পেয়েছিলেন সেটা উনি বাংলায় লিখেছিলেন না ইংরেজীতে লিখেছিলেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.