![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২| ১৮ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:১৭
নিজাম বলেছেন: ভাই, রাজনীতিবিদগণের একাধিক জন্মদিন থাকা জায়েজ। তাঁরা বহুরূপী তো তাই!!!
৩| ১৮ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৫১
শফিক আলম বলেছেন: ১৫ই আগস্ট আর কেউ জন্মাতে পারে না এটা তো বলা হয় নাই কখনো। কিন্তু যার জন্মদিন ৪/৫ টা এবং এক সময় যখন এই ১৫ই আগস্টে খালেদা জিয়ার জন্মদিনের অস্তিত্ব ছিল না, তখন হঠাৎ করে এই দিনটি আসলো কোথা থেকে এবং কেন? প্রশ্নটা সেখানেই। জন্মদিন ব্যক্তিগত ব্যাপার সন্দেহ নেই, কিন্তু যখন তা বিতর্কের অবতারনা করে এবং সুপরিকল্পিতভাবে জাতির পিতাকে অপমান করার জন্য দিনটি ধার্য করা হয় তখনই ব্যাপারটা আর ব্যক্তিগত থাকে না। বালুর উপরে ইমারত তৈরি করা যায় না বলেই আজ তাদের এই অবস্থা। শক্ত ভিত্তি লাগে নইলে হুরমুর করে ভেঙ্গে পড়ে।
৪| ১৮ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:১৮
হাভাত বলেছেন: আহারে কোলিজায় লাগে..
৫| ১৯ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:২২
বিষক্ষয় বলেছেন: বাংলাদেশের সব ৯০ ভাগ educated মানুষের জন্মতো পহেলা জানুয়ারি
©somewhere in net ltd.
১|
১৮ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:২৭
টি-ভাইরাস বলেছেন: এইটা তার বেক্তিগত বেপার , এইটা নিয়েত কার কথা বলা চলে না , ১৫ আগস্ট মুজিব মারা গেছে বলে কেউ জন্মাইতে পারবে না , ওকে সে ঐ দিন দুনিয়াতে আসে নাই-ত হয়ছে কি তাতে তার টাকা আছে সে কেক কাটবে আপনার কোন সমস্যা আছে । আর লিখছেন সচেতন নাগরিক সমাজ এই খানে সমাজ কে কোন সচেতন করার কিছু নাই, যদি থাকে তাইলে পোস্ট করেন মতিয়া চৌধুরী কাল বলছে BNP কে আর না , এই ধরনের কথা কোন গনতন্ত্রে আছে এইটা বলেন এইসব নিয়ে সচেতন করেন , আজাইরা কার বেক্তিগত বেপার নিয়ে না