![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পেশাদার ও নেশাদার লেখক, মাঝে মাঝে কবি
আমাকে তুমি চিনবে না
আমি তোমার পাতানো বাবা।
তোমার মা আমাকে স্বামী বলেছে
অনেক দেরীতে বলেছে
ততোদিনে তুমি চলে গেছো
অনেক দূর আকাশগঙ্গায়।
মাগো, আমরা যারা অল্প কদিনের জন্য
এই পৃথিবীতে বাঁচি
তারা সারাদিন কাদামাখি
এর গায়ে ও কাঁদা ছুঁড়ে মারি
পাথর ছুঁড়ে মারি
আর ভাবি
আমাদের অনেক শক্তি।
আর তোমার মতো অভিমানী তখন
সব কাদা আর পাথর থেকে দুরে সরে যায় অভিমানে, বেদনায়।
তোমার অভিমানকে সালাম
তুমি চলে গেছো
বেঁচে গেছো
আপন হয়ে আছো।
©somewhere in net ltd.