![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভুলো না তুমি, ভুলো না এত সহজেই কিছু
আলো দেখে জোনাকি ভেবো না আর,
যেয়ো না পিছু পিছু।
ভাবো, বরং আঁধার ভালো, তবে তাই হোক
জোনাকি চলে যাক, যেদিকে যায় দুচোখ।
আলো আসবেই, এই আঁধার শেষ হবে ঠিক
একটু জিরোও বরং, না ছুটে দিক-বিদিক।
চুলায় ডেকচি দাও, ফুটুক, ফুটুক পানি খুব
সঠিক সময়ে দিয়ো দুটো তেজপাতা,
সুঘ্রাণে, দ্বিধাহীন দিয়ো ডুব।
১১ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:২২
মপোতোস বলেছেন: ধন্যবাদ, মুহতারাম। গ্যাস্ট্রিকের প্রবলেমে খুব ভুগছি। দোয়া করবেন।
২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:১২
খায়রুল আহসান বলেছেন: ব্লগে সুস্বাগতম!
শুভ হোক আপনার এ ব্লগযাত্রা, আনন্দময় এবং নিরাপদ হোক!
ছবি ও কবিতা, দুটোই ভাল লেগেছে। শিরোনামটাও। + +
১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:১১
মপোতোস বলেছেন: প্লাসের জন্য ধন্যবাদ, খায়রুল ভাই। পুরনো ব্লগারদের উৎসাহ পেলেই কেবল আমাদের এগিয়ে যাওয়ার গতিটা দুর্দান্ত হতে পারে।
৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:০৩
মিরোরডডল বলেছেন:
পুরান পাপী নিঃসন্দেহে !!!
প্রোফাইল পিক ভালো লেগেছে ।
আর কবিতা ? জোস !!!
১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:১৫
মপোতোস বলেছেন: না না না....... আমি নতুন পাপী!
অনেক ধন্যবাদ, মিরোরডডল ভাই। মিরো কিডা? আর তার ডডল নিয়ে আপনি কী করতাছেন?
৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:১৯
মোঃ মাইদুল সরকার বলেছেন: ব্লগে স্বাগতম। লিখতে থাকুন।
কাচা আদা ভাতের সাথে খান দুই বেলা নিয়ম করে গ্যাসটিক উধাও হয়ে যাবে।
১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:১৬
মপোতোস বলেছেন: হ্যাঁ, হাত-পা খুলে লিখতে হবে।
ঠিকাচ্ছে। উধাও না হলে আপনার নামে গ্রেফতারি পরোয়ানা!
©somewhere in net ltd.
১|
১১ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:১৯
এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: দুটো গ্যাস্ট্রিকের বড়ি খেয়ে আপনার কবিতা পড়ে বেশ উপাদেয় লাগলো। লিখে যান হাত পা খুলে।