![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নারীকে দ্বিধাগ্রস্ত করে দ্বিধাগ্রস্ত পুরুষ।
দ্বিধাহীন ভালোবাসা পেলে তার আঁচলে ফোটে
বহুরঙা টিউলিপ, ঝরে গিয়ে যত বাদামী পাতারা
সবুজের সম্ভার জেগে ওঠে প্রতি লোমকূপে।
দ্বিধাহীন ভালোবাসা পেলে নারীর মগজে বাজে
মন্দ্রসপ্তকে সুর, শরীরের সৈকতে আছড়ে পড়ে
উদ্দাম ঢেউ; চাইলেই তুমি কুড়িয়ে নিতে পারো
রাশি রাশি ঝিনুক আর নুড়ি; তারপর কিছুটা যত্ন
যদি নাও সেগুলোর, বানাতেই পারো মনোহর মালা।
দ্বিধাহীন ভালোবাসা পেলে, নারীর চেয়ে বেশি ভালো
বাসতে পারে না জেনো কেউ।
তোমরা বলবে হয়তো-
‘দেখেছি তো, পুড়েছে নারীর জন্য কত নগর, বন্দর
কত দেবালয়, প্রতাপান্বিত ট্রয়’। অথচ দেখোনি ভেবে,
হেলেন চলে গেছে প্যারিসের হাত ধরে, স্বামীটি তার
ঝরালো কত রক্ত, কত তাজা প্রাণ, সেই ঘৃণা আর রোষে।
দেখেছ কখনো ভেবে, নির্দোষ এতগুলো প্রাণ নিল কেড়ে
সেই মেনেলাউস, প্রকৃত প্রেমিক হতে পারে?
১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৩৬
মপোতোস বলেছেন: তারা যেন কিছুটা জ্ঞানার্জন করতে পারেন, সেই উদ্দেশ্যেই কবিতাটির অবতারণা, প্রবলেমা ভাই। দোয়া কইরেন তাহাদের জন্যি।
২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:২২
মোঃ মাইদুল সরকার বলেছেন: কবিতায় ++++++
মপোতোস শব্দের অর্থ কি ?
১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:১১
মপোতোস বলেছেন: পিলাচের জন্য ধন্যবাদ, মাইদুল ভাই।
কোনো অর্থ নাই।
৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:৪৭
হাসান মাহবুব বলেছেন: আপনার দুটি কবিতাই বেশ। ব্লগের বেশিরভাগ কবিতার মত বার্ষিকী কোয়ালিটির না। নিয়মিত ব্লগিং করলে স্টার কবি হবেন ব্লগের। সুতরাং, নিয়মিত ব্লগান।
১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:০৪
মপোতোস বলেছেন: ধন্যবাদ, হামা ভাই। আপনাদের মতো পুরনো এবং স্টার ব্লগাররা আছেন বলেই তো আমরা নতুনরা ডালে-ভাতে বেঁচে আছি।
৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৫৪
খায়রুল আহসান বলেছেন: প্রথম পংক্তিটি একটি ওপেনিং স্টেটমেন্ট। সত্য বটে, তবে মুদ্রার ওপিঠেও কিছু লেখা থাকে।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:১৮
মপোতোস বলেছেন: প্রথম পংক্তিটি একটি ওপেনিং স্টেটমেন্ট। সত্য বটে, তবে মুদ্রার ওপিঠেও কিছু লেখা থাকে।
হাহাহা। মুদ্রার ওপিঠের লেখা অন্য কোনো মপোতোস এসে লিখে দেবে আশা করি।
©somewhere in net ltd.
১|
১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৩৪
এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: নারী সম্পর্কে যারা আনারী তাদের জন্যে আপনার এই কবিতা অতি দরকারী।