![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইয়েএএএ..... সামু আমাকে সেইফ ব্লগার করিয়া দিয়াছে। আজিকে আমার ঈদ (বাংলা একাডেমির বানানের গুষ্ঠি কিলাই)।
মডু ভাইদের এক কেজি ধইন্যা পাতা। পাতাটা বাটিয়া ভর্তা করিয়া দিলুম, যাহাতে তৎক্ষনাত উহার সদ্ব্যবহার করা যায়।
পুরনো ব্লগারদের মধ্যে যাহারা আমাকে লিখিতে উৎসাহ দিয়াছিলেন, তাহাদের জন্য আমার নিজের হাতে তোলা ঢেঁড়সের ফুলের ছবি -
এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো ভাই আমার প্রায় সব পোস্টে কমেন্ট করিয়াছিলেন। তাহার জন্য আমার বিশেষ নিবেদন প্রতিদিন একটি লবঙ্গ চিবাইয়া খাইবেন। আরোগ্য হইবে।
সবাইকে আমার ব্লগে আমার 'কইতা' পাঠের নিমন্ত্রণ, চা-নাশতা সহযোগে।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৩৪
মপোতোস বলেছেন: আখেনাটেন বলেছেন: অভিনন্দন। এবার ধুমায়ে লিখুন। তবে নুপা হলে আকাশের চাঁদ থেকে সাবধানে থাকবেন কিছুদিন। চাঁদের আলো পছন্দ নাও হতে পারে। সময়ে চন্দ্রভূক হওয়া শিখে ফেলবেন আশা করি
ধন্যযোগ আখেনাটেন। পাশে থাকিয়া উৎসাহ যোগাইবেন, ভালোবাসিবেন।
২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:২৪
এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: আফনে দেখি সবজির বিরাট কারবারী!
১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৪৯
মপোতোস বলেছেন: ও আল্লাহ! হাচা কইতাছেন?! আমাদের অতি উচ্চ বংশ, সবজি কারবারি বংশ!
৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:০৩
খায়রুল আহসান বলেছেন: খুব দ্রুতই নিরাপদ হয়ে গেলেন, অভিনন্দন!
আশাকরি, সামনের পথচলা মসৃণ হবে। তবে, আখেনাটেন এর মন্তব্যটা স্মর্তব্য।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:১৪
মপোতোস বলেছেন: ধন্যবাদ, খায়রুল ভাই। মরনে-জীবনে, জীবনে-মরনে; সদা এ উপদেশ রাখিব স্মরণে।
৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৩৫
নেওয়াজ আলি বলেছেন: এইটা কী সত্যিই ধনিয়া পাতার ভর্তা। লিখুন হাত খুলে মন খুলে
১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৩৮
মপোতোস বলেছেন: আপনার কি ইহা দেখিয়ে সবুজ রঙের কেকের পেস্ট বলিয়া মনে হইতেছে, ভ্রাতঃ !
আমার পোস্টে মন্তব্যের জন্য ধন্যবাদ। মন চাইলে চা-নাশতা খাইতে চলিয়া আসিবেন।
৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:১০
রাজীব নুর বলেছেন: খুব ভালো।
স্বাগতম।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:২২
মপোতোস বলেছেন: ধন্যবাদ, রাজীব্বাই।
৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:১৩
মোহামমদ কামরুজজামান বলেছেন: সামুর নিরাপদ ব্লগারদের ক্লাবে / জগতে আপনাকে সাদর সম্ভাষণ ।এবার হপপে খেলা জমবে মজা।
লিখুন আপনি প্রাণভরে আর আমাদের বিমোহিত করুন আপনার লেখনির মাধ্যমে।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:২২
মপোতোস বলেছেন: অনেক ধন্যবাদ, কামরুজ্জামান ভাই।
খেলা জমুক।
৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৪৯
করুণাধারা বলেছেন: অভিনন্দন! লিখতে থাকুন, আপনাকে পেয়ে ভালো লাগছে। শুভকামনা।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:০০
মপোতোস বলেছেন: অনেক ধন্যবাদ, করুণাধারা। আশা করি ব্লগিং জমবে।
৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৫৭
হাসান মাহবুব বলেছেন: এত তাড়াতাড়ি সেফ হইলেন কেমনে? মডারেটররে টেবিলের নিচ দিয়া কিছু দিছেন নাকি?
১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:০২
মপোতোস বলেছেন: মডারেটররে টেবিলের নিচ দিয়া কিছু দিছেন নাকি?
কিংবা আমিই মডুদের কেউ না তো?
৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:০২
পদ্মপুকুর বলেছেন: সেইডাইতো, এই আক্রার টাইমে এত দ্রুত ক্যাম্নে সেফ হইলেন? নিশ্চয় আলজাজিরার মত কিছু একটা হইছে এইহানে...
১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৩৮
মপোতোস বলেছেন: হে হে হে!
১০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৩৭
মিরোরডডল বলেছেন:
পুপা কে প্রথম পেইজে পুনরায় ওয়েলকাম !
আগেও নিশ্চয়ই সবাই স্বাগত জানিয়েছিলো
ফান পোষ্ট চাই ।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৪২
মপোতোস বলেছেন: ধন্যবাদ, মিরোরডডল।
মনে শান্তি নাই। প্রচুর আজাইরা পোস্ট লিখতে হবে।
১১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৪৯
মিরোরডডল বলেছেন:
কেনো ?
তাহলে কি শান্তি হবে ?
১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৫৭
মপোতোস বলেছেন: সোশ্যাল মিডিয়ায় তাকাইলেই দেখবেন, সব আজাইরা জিনিস। শান্তি না হইলে কী আর পোস্টাইতাছে?
১২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৫২
মিরোরডডল বলেছেন:
আজাইরা হোক, নো প্রবলেমো, তবে ফান হতে হবে
১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৫৫
মপোতোস বলেছেন: অবশ্যই। ডি প্রবলেমো ভাইও যখন আছেন, সমস্যা নাই। সবাই মিলেমিশে থাকিতে হইবে।
১৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৩১
রাজীব নুর বলেছেন: আপনার কাছ থেকে ভালো ভালো লেখা চাই।
১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৩:১৮
মপোতোস বলেছেন: আপনাদের দোয়া থাকলে সব পারব।
১৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:৩৮
মনিরা সুলতানা বলেছেন: বাহ ! এখন তো পচুর চিল করতে হবে ব্লগে, লেখার উপ্রে থাকতে হবে।
১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৩:২০
মপোতোস বলেছেন: পচ্চুর চিল হবে। প্রয়োজনে শুধু চিল কেন, ঈগলদেরও ডাইকা নিয়া আসব, মনিরাপা।
১৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৪৮
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ধন্যবাদ, আপনাকে সু স্বাগতম !
১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৫৪
মপোতোস বলেছেন: ধন্যবাদ, ব্রো!
১৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৪৩
কালো যাদুকর বলেছেন: ব্লগে স্বাগতম। লিখুন বেশী বেশী।
১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৫৫
মপোতোস বলেছেন: অনেক ধন্যবাদ, কালো যাদুকর। পাশে থাকুন!
১৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:১৭
রক্ত দান বলেছেন: খুব! এরপর কি? মনে পড়লে কমুনে!
১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:০৭
মপোতোস বলেছেন: অকা। কইয়েন!
১৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:০৪
তাশমিন নূর বলেছেন: অভিনন্দন!
১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:১১
মপোতোস বলেছেন: ধন্যবাদ।
১৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:২৩
মেহেদি_হাসান. বলেছেন: আপনি রম্য লিখতে পারলে রম্য লিখবেন ব্লগে বম্যের খড়া যাচ্ছে
২০ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৫৪
মপোতোস বলেছেন: ঠিক আছে, ভ্রাতঃ! সাথে থাকার জন্য ধন্যবাদ।
২০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:০৯
ঢুকিচেপা বলেছেন: প্রথম পাতায় আগমনে অভিনন্দন।
নতুন লেখা পুস্টান যেন পড়ে প্রচ্ছদের ছবি মতো আমার মুখটা ইয়াম ইয়াম হয়ে যায়।
২০ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৫৫
মপোতোস বলেছেন: হি হি হি। আপনাকেও ধইন্যাপাতা। নতুন লেখা শীঘ্রই আইতাছে।
©somewhere in net ltd.
১|
১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৩০
আখেনাটেন বলেছেন: অভিনন্দন। এবার ধুমায়ে লিখুন। তবে নুপা হলে আকাশের চাঁদ থেকে সাবধানে থাকবেন কিছুদিন। চাঁদের আলো পছন্দ নাও হতে পারে। সময়ে চন্দ্রভূক হওয়া শিখে ফেলবেন আশা করি।
সামুতে পথ চলায় শুভকামনা।