নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নিজের জন্য লিখি, আমি সবার জন্য লিখি

মপোতোস

আমি নিজের জন্য লিখি, আমি সবার জন্য লিখি।

মপোতোস › বিস্তারিত পোস্টঃ

ইয়েএএএএএএ!

১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:১৬



ইয়েএএএ..... সামু আমাকে সেইফ ব্লগার করিয়া দিয়াছে। আজিকে আমার ঈদ (বাংলা একাডেমির বানানের গুষ্ঠি কিলাই)। :P


মডু ভাইদের এক কেজি ধইন্যা পাতা। পাতাটা বাটিয়া ভর্তা করিয়া দিলুম, যাহাতে তৎক্ষনাত উহার সদ্ব্যবহার করা যায়। :P



পুরনো ব্লগারদের মধ্যে যাহারা আমাকে লিখিতে উৎসাহ দিয়াছিলেন, তাহাদের জন্য আমার নিজের হাতে তোলা ঢেঁড়সের ফুলের ছবি :P -



এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো ভাই আমার প্রায় সব পোস্টে কমেন্ট করিয়াছিলেন। তাহার জন্য আমার বিশেষ নিবেদন :P প্রতিদিন একটি লবঙ্গ চিবাইয়া খাইবেন। আরোগ্য হইবে। :P ;)




সবাইকে আমার ব্লগে আমার 'কইতা' পাঠের নিমন্ত্রণ, চা-নাশতা সহযোগে। ;)

মন্তব্য ৪০ টি রেটিং +৯/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৩০

আখেনাটেন বলেছেন: অভিনন্দন। এবার ধুমায়ে লিখুন। তবে নুপা হলে আকাশের চাঁদ থেকে সাবধানে থাকবেন কিছুদিন। চাঁদের আলো পছন্দ নাও হতে পারে। সময়ে চন্দ্রভূক হওয়া শিখে ফেলবেন আশা করি। :P

সামুতে পথ চলায় শুভকামনা।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৩৪

মপোতোস বলেছেন: আখেনাটেন বলেছেন: অভিনন্দন। এবার ধুমায়ে লিখুন। তবে নুপা হলে আকাশের চাঁদ থেকে সাবধানে থাকবেন কিছুদিন। চাঁদের আলো পছন্দ নাও হতে পারে। সময়ে চন্দ্রভূক হওয়া শিখে ফেলবেন আশা করি :P :D =p~

ধন্যযোগ আখেনাটেন। পাশে থাকিয়া উৎসাহ যোগাইবেন, ভালোবাসিবেন।

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:২৪

এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: আফনে দেখি সবজির বিরাট কারবারী!

১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৪৯

মপোতোস বলেছেন: ও আল্লাহ! হাচা কইতাছেন?! আমাদের অতি উচ্চ বংশ, সবজি কারবারি বংশ! :P

৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:০৩

খায়রুল আহসান বলেছেন: খুব দ্রুতই নিরাপদ হয়ে গেলেন, অভিনন্দন!
আশাকরি, সামনের পথচলা মসৃণ হবে। তবে, আখেনাটেন এর মন্তব্যটা স্মর্তব্য।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:১৪

মপোতোস বলেছেন: ধন্যবাদ, খায়রুল ভাই। মরনে-জীবনে, জীবনে-মরনে; সদা এ উপদেশ রাখিব স্মরণে। =p~ :-P

৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৩৫

নেওয়াজ আলি বলেছেন: এইটা কী সত্যিই ধনিয়া পাতার ভর্তা। লিখুন হাত খুলে মন খুলে :)

১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৩৮

মপোতোস বলেছেন: আপনার কি ইহা দেখিয়ে সবুজ রঙের কেকের পেস্ট বলিয়া মনে হইতেছে, ভ্রাতঃ ! ;)

আমার পোস্টে মন্তব্যের জন্য ধন্যবাদ। মন চাইলে চা-নাশতা খাইতে চলিয়া আসিবেন।

৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:১০

রাজীব নুর বলেছেন: খুব ভালো।
স্বাগতম।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:২২

মপোতোস বলেছেন: ধন্যবাদ, রাজীব্বাই।

৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:১৩

মোহামমদ কামরুজজামান বলেছেন: সামুর নিরাপদ ব্লগারদের ক্লাবে / জগতে আপনাকে সাদর সম্ভাষণ ।এবার হপপে খেলা :P জমবে মজা।

লিখুন আপনি প্রাণভরে আর আমাদের বিমোহিত করুন আপনার লেখনির মাধ্যমে।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:২২

মপোতোস বলেছেন: অনেক ধন্যবাদ, কামরুজ্জামান ভাই।

খেলা জমুক।

৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৪৯

করুণাধারা বলেছেন: অভিনন্দন! লিখতে থাকুন, আপনাকে পেয়ে ভালো লাগছে। শুভকামনা।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:০০

মপোতোস বলেছেন: অনেক ধন্যবাদ, করুণাধারা। আশা করি ব্লগিং জমবে।

৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৫৭

হাসান মাহবুব বলেছেন: এত তাড়াতাড়ি সেফ হইলেন কেমনে? মডারেটররে টেবিলের নিচ দিয়া কিছু দিছেন নাকি? /:)

১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:০২

মপোতোস বলেছেন: মডারেটররে টেবিলের নিচ দিয়া কিছু দিছেন নাকি? =p~ =p~


কিংবা আমিই মডুদের কেউ না তো? ;) :P

৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:০২

পদ্মপুকুর বলেছেন: সেইডাইতো, এই আক্রার টাইমে এত দ্রুত ক্যাম্নে সেফ হইলেন? নিশ্চয় আলজাজিরার মত কিছু একটা হইছে এইহানে...:-B

১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৩৮

মপোতোস বলেছেন: হে হে হে! :P

১০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৩৭

মিরোরডডল বলেছেন:




পুপা কে প্রথম পেইজে পুনরায় ওয়েলকাম !
আগেও নিশ্চয়ই সবাই স্বাগত জানিয়েছিলো :)
ফান পোষ্ট চাই ।


১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৪২

মপোতোস বলেছেন: ধন্যবাদ, মিরোরডডল।

মনে শান্তি নাই। প্রচুর আজাইরা পোস্ট লিখতে হবে। :P

১১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৪৯

মিরোরডডল বলেছেন:

কেনো ?
তাহলে কি শান্তি হবে ?

১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৫৭

মপোতোস বলেছেন: সোশ্যাল মিডিয়ায় তাকাইলেই দেখবেন, সব আজাইরা জিনিস। শান্তি না হইলে কী আর পোস্টাইতাছে? :P

১২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৫২

মিরোরডডল বলেছেন:

আজাইরা হোক, নো প্রবলেমো, তবে ফান হতে হবে :)

১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৫৫

মপোতোস বলেছেন: অবশ্যই। ডি প্রবলেমো ভাইও যখন আছেন, সমস্যা নাই। :) সবাই মিলেমিশে থাকিতে হইবে। B-)

১৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৩১

রাজীব নুর বলেছেন: আপনার কাছ থেকে ভালো ভালো লেখা চাই।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৩:১৮

মপোতোস বলেছেন: আপনাদের দোয়া থাকলে সব পারব।

১৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:৩৮

মনিরা সুলতানা বলেছেন: বাহ ! এখন তো পচুর চিল করতে হবে ব্লগে, লেখার উপ্রে থাকতে হবে।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৩:২০

মপোতোস বলেছেন: পচ্চুর চিল হবে। প্রয়োজনে শুধু চিল কেন, ঈগলদেরও ডাইকা নিয়া আসব, মনিরাপা।

১৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৪৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ধন্যবাদ, আপনাকে সু স্বাগতম !

১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৫৪

মপোতোস বলেছেন: ধন্যবাদ, ব্রো!

১৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৪৩

কালো যাদুকর বলেছেন: ব্লগে স্বাগতম। লিখুন বেশী বেশী।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৫৫

মপোতোস বলেছেন: অনেক ধন্যবাদ, কালো যাদুকর। পাশে থাকুন!

১৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:১৭

রক্ত দান বলেছেন: খুব! এরপর কি? মনে পড়লে কমুনে!

১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:০৭

মপোতোস বলেছেন: অকা। কইয়েন!

১৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:০৪

তাশমিন নূর বলেছেন: অভিনন্দন!

১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:১১

মপোতোস বলেছেন: ধন্যবাদ।

১৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:২৩

মেহেদি_হাসান. বলেছেন: আপনি রম্য লিখতে পারলে রম্য লিখবেন ব্লগে বম্যের খড়া যাচ্ছে

২০ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৫৪

মপোতোস বলেছেন: ঠিক আছে, ভ্রাতঃ! সাথে থাকার জন্য ধন্যবাদ।

২০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:০৯

ঢুকিচেপা বলেছেন: প্রথম পাতায় আগমনে অভিনন্দন।
নতুন লেখা পুস্টান যেন পড়ে প্রচ্ছদের ছবি মতো আমার মুখটা ইয়াম ইয়াম হয়ে যায়।

২০ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৫৫

মপোতোস বলেছেন: হি হি হি। আপনাকেও ধইন্যাপাতা। নতুন লেখা শীঘ্রই আইতাছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.