নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নিজের জন্য লিখি, আমি সবার জন্য লিখি

মপোতোস

আমি নিজের জন্য লিখি, আমি সবার জন্য লিখি।

মপোতোস › বিস্তারিত পোস্টঃ

বাসরলতা ফুটেছিল যেদিন

২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৩৮


বাসরলতা ফুটেছিল তখন৷
তুমি নুডুলস খাচ্ছিলে, আর আমি
উদাস নয়নে বাসরলতা দেখছিলাম৷
অথচ আমরা প্রেমিক-প্রেমিকা ছিলাম।
ছিলাম কি?
বললাম তোমাকে আমি, "সন্তান চাই আমার।"
তুমি বললে, "আছে তো সে-
বুকের ভেতরে আমার! থাকুক সেখানেই।
তারপর......
তুমি জনক থেকে গেলে ঠিকই,
আমার হলো না জননী হওয়া।
বিজ্ঞানের ছাত্র তুমি কবি হলে!
আর আমি কবি হয়ে বিজ্ঞানের ছাত্রী!
তারও অনেক পরে--
একটি অচেনা পাখি এসে বলে গেল-
পৃথিবীর কোনো যুগলই যুগল নয়;
দুজনের লক্ষ্য যদি হয় বিপরীতমুখী।
তারপর তুমি কত কিছু হলে,
কত কিছু করলে!
কারণ- তুমি সেসব করবে বলে
কোনো এক শিশুকালেই ভেবেছিলে!

মন্তব্য ১৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৪৯

রাজীব নুর বলেছেন: এই যে আপনার বাসরলতা ফুল।

২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৫১

মপোতোস বলেছেন: হ্যাঁ, চিনি এই ফুল। খুব পছন্দের আমার। কিন্তু একটা এ্যাবস্ট্রাক্ট ছবি দিতে চাইছিলাম। থ্যাঙ্কিউ, ব্রো! :)

২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৫০

রাজীব নুর বলেছেন: বিজ্ঞানের ছাত্র কবি হতে পারবে না কেন? কবি যে কেউ হতে পারে।
সব মিলিয়ে কবিতা সুন্দর হয়েছে।

২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৫৫

মপোতোস বলেছেন: ধন্যবাদ। পারবে না এরকম ইঙ্গিত দেয়া হয় নাই। হওয়ার লক্ষণ ছিল না, কিন্তু হয়ে গেছে, এরকম ব্যাপারটা। সেজন্যেই বিজ্ঞানের ছাত্রের উপর এমফ্যাসাইজ করা হইলো। কবিতা, বিজ্ঞান প্রতীকী এখানে।

৩| ০১ লা মার্চ, ২০২১ রাত ১২:৪৬

নাসরীন খান বলেছেন: সুন্দর।

০১ লা মার্চ, ২০২১ দুপুর ১২:০১

মপোতোস বলেছেন: ধন্যবাদ, মহাশয়া।

৪| ০১ লা মার্চ, ২০২১ রাত ১:৫৫

নেওয়াজ আলি বলেছেন: খুব সুন্দর লিখেছেন।

০১ লা মার্চ, ২০২১ দুপুর ১২:০১

মপোতোস বলেছেন: অনেক ধন্যবাদ।

৫| ০১ লা মার্চ, ২০২১ রাত ৩:৫৬

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: "একটি অচেনা পাখি এসে বলে গেল-
পৃথিবীর কোনো যুগলই যুগল নয়;"


এই দু'টো লাইন সব থেকে ভাল লাগলো।
শুভকামনা রইল।

০১ লা মার্চ, ২০২১ দুপুর ১২:০২

মপোতোস বলেছেন: ধন্যবাদ, চন্দ্ররথা রাজশ্রী। পাশে থাকুন। ভালো থাকুন।

৬| ০১ লা মার্চ, ২০২১ দুপুর ১:৪০

মেহেদি_হাসান. বলেছেন: স্যার জগদীশ চন্দ্র বসু ও সাহিত্য পছন্দ করতো

০১ লা মার্চ, ২০২১ রাত ৯:৫৪

মপোতোস বলেছেন: তা তো জানি। পছন্দ করা যাবে না, তা তো বলি নাই, ব্রো। ওপরে একটা রিপ্লাই দিয়েছি, সেটা দেখুন।

৭| ০১ লা মার্চ, ২০২১ দুপুর ২:৪১

রাজীব নুর বলেছেন: আমার মন্তব্যের উত্তর দেওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।

০১ লা মার্চ, ২০২১ রাত ৯:৫৪

মপোতোস বলেছেন: মূল্যবান মতামত দেয়ার জন্য ধন্যবাদ, আপনাকেও।

৮| ০৬ ই মার্চ, ২০২১ রাত ৯:২১

মিরোরডডল বলেছেন:




তুমি নুডুলস খাচ্ছিলে, আর আমি
উদাস নয়নে বাসরলতা দেখছিলাম


স্যরি এই দুলাইন পড়েই আমি হাসছি :)
এতকিছু থাকতে নুডুলস কেনো #:-S

পৃথিবীর কোনো যুগলই যুগল নয়
দুজনের লক্ষ যদি হয় বিপরীতমুখী


এটা কিন্তু চরম সত্যি :|

কবিতাটা পড়ে মজা পেয়েছি :)


০৮ ই মার্চ, ২০২১ সকাল ৯:৫৮

মপোতোস বলেছেন: অনেক ধন্যবাদ, মিরোরডডল। লেখার সময় নুডুলস ভিজ্যুয়ালাইজ করছিলাম। তবে জিলাপী লিখলে ভালো হইত। :P

৯| ২৭ শে মার্চ, ২০২১ রাত ৯:২৬

মিরোরডডল বলেছেন:




পুপা, সেই যে নুডুলস খাচ্ছেতো খাচ্ছেই ।
শুধু নুডুলস খেলেই হবে ? আর কিছু খাবে না ?
কাচ্চি, তেহারি, বিরিয়ানি !
নতুন কোনও ইয়াম্মি রেসিপি চাই ।




০৯ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৩৭

মপোতোস বলেছেন: হা হা হা। জ্বরে মুখ তিতা হয়ে আছে, হে। কিছুতেই রুচি নাই। কী নিয়ে আসব, সে দ্বিধায় আর আসিই না।

১০| ২৮ শে অক্টোবর, ২০২১ সকাল ১০:২৯

খায়রুল আহসান বলেছেন: "পৃথিবীর কোনো যুগলই যুগল নয়
দুজনের লক্ষ্য যদি হয় বিপরীতমুখী"
- এখানে 'লক্ষ্য' এর বদলে আরও অনেক কিছু বসানো যায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.