![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাসরলতা ফুটেছিল তখন৷
তুমি নুডুলস খাচ্ছিলে, আর আমি
উদাস নয়নে বাসরলতা দেখছিলাম৷
অথচ আমরা প্রেমিক-প্রেমিকা ছিলাম।
ছিলাম কি?
বললাম তোমাকে আমি, "সন্তান চাই আমার।"
তুমি বললে, "আছে তো সে-
বুকের ভেতরে আমার! থাকুক সেখানেই।
তারপর......
তুমি জনক থেকে গেলে ঠিকই,
আমার হলো না জননী হওয়া।
বিজ্ঞানের ছাত্র তুমি কবি হলে!
আর আমি কবি হয়ে বিজ্ঞানের ছাত্রী!
তারও অনেক পরে--
একটি অচেনা পাখি এসে বলে গেল-
পৃথিবীর কোনো যুগলই যুগল নয়;
দুজনের লক্ষ্য যদি হয় বিপরীতমুখী।
তারপর তুমি কত কিছু হলে,
কত কিছু করলে!
কারণ- তুমি সেসব করবে বলে
কোনো এক শিশুকালেই ভেবেছিলে!
২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৫১
মপোতোস বলেছেন: হ্যাঁ, চিনি এই ফুল। খুব পছন্দের আমার। কিন্তু একটা এ্যাবস্ট্রাক্ট ছবি দিতে চাইছিলাম। থ্যাঙ্কিউ, ব্রো!
২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৫০
রাজীব নুর বলেছেন: বিজ্ঞানের ছাত্র কবি হতে পারবে না কেন? কবি যে কেউ হতে পারে।
সব মিলিয়ে কবিতা সুন্দর হয়েছে।
২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৫৫
মপোতোস বলেছেন: ধন্যবাদ। পারবে না এরকম ইঙ্গিত দেয়া হয় নাই। হওয়ার লক্ষণ ছিল না, কিন্তু হয়ে গেছে, এরকম ব্যাপারটা। সেজন্যেই বিজ্ঞানের ছাত্রের উপর এমফ্যাসাইজ করা হইলো। কবিতা, বিজ্ঞান প্রতীকী এখানে।
৩| ০১ লা মার্চ, ২০২১ রাত ১২:৪৬
নাসরীন খান বলেছেন: সুন্দর।
০১ লা মার্চ, ২০২১ দুপুর ১২:০১
মপোতোস বলেছেন: ধন্যবাদ, মহাশয়া।
৪| ০১ লা মার্চ, ২০২১ রাত ১:৫৫
নেওয়াজ আলি বলেছেন: খুব সুন্দর লিখেছেন।
০১ লা মার্চ, ২০২১ দুপুর ১২:০১
মপোতোস বলেছেন: অনেক ধন্যবাদ।
৫| ০১ লা মার্চ, ২০২১ রাত ৩:৫৬
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: "একটি অচেনা পাখি এসে বলে গেল-
পৃথিবীর কোনো যুগলই যুগল নয়;"
এই দু'টো লাইন সব থেকে ভাল লাগলো।
শুভকামনা রইল।
০১ লা মার্চ, ২০২১ দুপুর ১২:০২
মপোতোস বলেছেন: ধন্যবাদ, চন্দ্ররথা রাজশ্রী। পাশে থাকুন। ভালো থাকুন।
৬| ০১ লা মার্চ, ২০২১ দুপুর ১:৪০
মেহেদি_হাসান. বলেছেন: স্যার জগদীশ চন্দ্র বসু ও সাহিত্য পছন্দ করতো
০১ লা মার্চ, ২০২১ রাত ৯:৫৪
মপোতোস বলেছেন: তা তো জানি। পছন্দ করা যাবে না, তা তো বলি নাই, ব্রো। ওপরে একটা রিপ্লাই দিয়েছি, সেটা দেখুন।
৭| ০১ লা মার্চ, ২০২১ দুপুর ২:৪১
রাজীব নুর বলেছেন: আমার মন্তব্যের উত্তর দেওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।
০১ লা মার্চ, ২০২১ রাত ৯:৫৪
মপোতোস বলেছেন: মূল্যবান মতামত দেয়ার জন্য ধন্যবাদ, আপনাকেও।
৮| ০৬ ই মার্চ, ২০২১ রাত ৯:২১
মিরোরডডল বলেছেন:
তুমি নুডুলস খাচ্ছিলে, আর আমি
উদাস নয়নে বাসরলতা দেখছিলাম
স্যরি এই দুলাইন পড়েই আমি হাসছি
এতকিছু থাকতে নুডুলস কেনো
পৃথিবীর কোনো যুগলই যুগল নয়
দুজনের লক্ষ যদি হয় বিপরীতমুখী
এটা কিন্তু চরম সত্যি
কবিতাটা পড়ে মজা পেয়েছি
০৮ ই মার্চ, ২০২১ সকাল ৯:৫৮
মপোতোস বলেছেন: অনেক ধন্যবাদ, মিরোরডডল। লেখার সময় নুডুলস ভিজ্যুয়ালাইজ করছিলাম। তবে জিলাপী লিখলে ভালো হইত।
৯| ২৭ শে মার্চ, ২০২১ রাত ৯:২৬
মিরোরডডল বলেছেন:
পুপা, সেই যে নুডুলস খাচ্ছেতো খাচ্ছেই ।
শুধু নুডুলস খেলেই হবে ? আর কিছু খাবে না ?
কাচ্চি, তেহারি, বিরিয়ানি !
নতুন কোনও ইয়াম্মি রেসিপি চাই ।
০৯ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৩৭
মপোতোস বলেছেন: হা হা হা। জ্বরে মুখ তিতা হয়ে আছে, হে। কিছুতেই রুচি নাই। কী নিয়ে আসব, সে দ্বিধায় আর আসিই না।
১০| ২৮ শে অক্টোবর, ২০২১ সকাল ১০:২৯
খায়রুল আহসান বলেছেন: "পৃথিবীর কোনো যুগলই যুগল নয়
দুজনের লক্ষ্য যদি হয় বিপরীতমুখী" - এখানে 'লক্ষ্য' এর বদলে আরও অনেক কিছু বসানো যায়।
©somewhere in net ltd.
১|
২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৪৯
রাজীব নুর বলেছেন:
এই যে আপনার বাসরলতা ফুল।