নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নিজের জন্য লিখি, আমি সবার জন্য লিখি

মপোতোস

আমি নিজের জন্য লিখি, আমি সবার জন্য লিখি।

মপোতোস › বিস্তারিত পোস্টঃ

একটি অসম্পাদকীয়

০৯ ই এপ্রিল, ২০২১ সকাল ১১:৪৬

নিরঞ্জনা নামের একটি নদীকে খুঁজছিলাম।
এই যে, আপনাদের এদিকে এই নামের কোনো
নদীকে যেতে দেখেছেন?
সকলেই স্বীকার করলো, কেউ দেখেনি।
কিন্তু এই হারানো সংবাদ অত গুরুত্বপূর্ণ নয় বলে
কোনো কাগজে আসেনি।
এমন অনেক হারিয়ে যাবার সংবাদই
কোথাও থাকে না--
প্রেম হারিয়ে যায়,
নৈতিকতা হারিয়ে যায়,
উপার্জনশীল ব্যক্তির প্রতি হারিয়ে যায়
এক সময়ের স্বার্থহীন ভালোবাসা,
জনগণের মৌনতায় হারিয়ে যায় রাষ্ট্রের চরিত্র,
এসব কিছুই কাগজে আসে না,
কেননা- এসবের ভয়াবহতা
মাথায় আসে না কাগজওয়ালাদের।
শুধু কিছু বোকা লোক বারান্দায় বসে
চুপচাপ ভাবে, সব দোষ লবণের।
আর নীরঞ্জনা নদীকে নিয়ে মনে মনে
অসম্পাদকীয় লেখে কোনো কোনো অসাংবাদিক।

মন্তব্য ১৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:২৮

অধীতি বলেছেন: অথচ এগুলোর ভয়াবহতা কি নৃশংস।

০৯ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:০৮

মপোতোস বলেছেন: থিংস ফল এ্যাপার্ট!

২| ০৯ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:৫৭

শায়মা বলেছেন: নদীরা হারিয়ে যায়।

নদী নিয়ে তখন কবিতা লিখতেও ভুলে যায় কবিরা.......
নীরঞ্জনা নামে কি সত্যি কোনো নদী আছে ভাইয়া???

০৯ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:১০

মপোতোস বলেছেন: বেঁচে থাকুক ফুল, পাখি, নদী, যা কিছু সুন্দর.....

জানি না আছে কিনা। আহসান হাবীব প্রথম লিখেছিলেন এ নদীর নাম। হয়তো আছে কোথাও, এখানেই, নয়তো কোনো সমান্তরাল পৃথিবীতে।

৩| ০৯ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:১৩

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

০৯ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:১১

মপোতোস বলেছেন: ভালোবাসা রইল।

৪| ০৯ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:১৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অসাধারণ।

০৯ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:২১

মপোতোস বলেছেন: অনেক ধন্যবাদ, ছাই ভাই। ভালো থাকুন।

৫| ০৯ ই এপ্রিল, ২০২১ রাত ৮:০২

গেঁয়ো ভূত বলেছেন: অসাধারন লিখেছেন।

১০ ই এপ্রিল, ২০২১ রাত ১২:৩৪

মপোতোস বলেছেন: অনেক ধন্যবাদ!

৬| ০৫ ই মে, ২০২১ রাত ২:০৭

সিগনেচার নসিব বলেছেন: চমৎকার কবিতা।

৭| ২৯ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:২৬

মিরোরডডল বলেছেন:



পুপা, লেখাটা অনেক দেরিতে পড়লাম ।
অল্প কথায় কি সুন্দর পরিবেশনা !

এমন অনেক হারিয়ে যাবার সংবাদই
কোথাও থাকে না--


যেমন কালের আবর্তে হারিয়ে গেছে পুপা ।
আবার কবে আসবে নতুন রেসিপি নিয়ে !
নুডুলস থেকে লবণ ।
হোয়াট নেক্সট ?





৮| ০৬ ই এপ্রিল, ২০২৪ দুপুর ১:৩৬

মিরোরডডল বলেছেন:




এই নিকটা কি মাত্র দুই মাসের জন্য নেয়া হয়েছিলো?

এরপর পুপার আর কোন খবর নেই যে!!



আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.